অন্তহীন, অদ্ভুত সুন্দর একটা
মুভি।
যতবারই মুভিটা
দেখেছি ততবারই
ভালো
লেগেছে। মানুষের সম্পর্ক যে
এমন অদ্ভুত
হতে পারে
সত্যিই আমার
জানা ছিলো
না।
সত্যিই মানুষের সম্পর্ক গুলো এমনই! আমাদের শহর
জীবন আর
সম্পর্কের নানা জটিল বিষয় উঠে
এসেছে এই
ছবিতে।
দেখানো হয়েছে
আমাদের জীবনে
সম্পর্কের জটিলতাকে আর আমাদের একা
থাকতে চাওয়ার
প্রবনতাকে।
এই অন্তহীন বা The Endless Wait আসলে কিসের
জন্য ? হয়ত সঠিক মানুষের জন্য (For The Right Person)! আমরা একা
থাকতে চাই। চলে
যেতে চাই
দূরে একে
অপর থেকে। কিন্তু
আসলেই কি
আমরা পারি
একা থাকতে?
পারলেও বা
কতটা? অনেক
অনেক সময়
এই দূরে
সরে থাকতে
চাওয়াটাই আমাদেরকে আরও তার কাছাকাছি
নিয়ে আসে। তাই
সম্পর্কের মাঝে দূরত্বটাও
জরুরি।
এটা একজন
মানুষকে অপরের
প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে।
আসলে এই
পৃথিবীতে আসলেই
কেউ একা
নয়।
কিছু কিছু
মানুষ নিজেকে
একা ভাবতে
ভালোবাসে মাত্র।