সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

অদ্ভুত কিছু ব্যাপার!



কিছু কিছু ব্যাপার আছে যা শুনলেই খারাপ লাগে বা শরীর শিউরে উঠে। যেমন- কোন ভালো মানুষকে কেউ অপমান করলে, কষ্ট দিলে বা তাঁর কোন ক্ষতি করলে। এগুলো আমার একদম ভালো লাগে না। অথচ দেখা যায়, এই ভালো মানুষগুলোকেই সবচেয়ে বেশি যন্ত্রণা পোহাতে হয়। পথ চলতে গেলেই তাঁদের সমস্যা। আজকে সকাল থেকেই বাসায়। হরতালের জন্য ক্লাস নেই। খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকলাম আর ফোনে একটা খারাপ খবর শুনলাম। শুনেই মনটা খুব বিক্ষিপ্ত এবং খারাপ হয়ে গেলো। তিনি তাঁর এক স্বজনকে দেখতে হাসপাতাল যাচ্ছেন। এরই মধ্যে তাঁর পকেট চিন্তাই করে সব টাকা নিয়ে গেলো।
সে সরকারের একজন সৎ উচ্চপদস্থ কর্মচারী। ব্যক্তিগত ভাবে তাঁকে আমি খুব ভালো করেই চিনি জানি। যত বেআইনি কাজ আছে তিনি সব সময় এড়িয়ে গেছেন। যতটুকু সৎ থাকার তিনি চেষ্টা করেন সেটা থাকতে। আমার দেখা কিছু ভালো মানুষদের মধ্যে তিনি একজন। খুবই সাধারণ একজন মানুষ। যাকে দেখলেই আমার প্রাণ ভরে শ্রদ্ধা করতে মন চায় এবং করার চেষ্টা করি। অন্যদিকে দেখা যায়, সুদ-ঘোষের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ালেও কেউ টাকা চিন্তাই করবে না। কেনো ভালো মানুষগুলোকে এভাবে যন্ত্রণা পোহাতে হয়? দুনিয়ার কিছু নিয়ম সত্যিই অদ্ভুত!

বর্তমান সমাজে ভালো থাকাটা অনেকটা দায় হয়ে পড়েছে। সবকিছু কেমন যেনো হয়ে গেছে। কোন কিছুই আগের মত নেই। সব চলে গেছে নষ্টদের দখলে। ভাবতেই খারাপ লাগছে!

ছোট্ট এই জীবনে পথ চলতে গিয়ে নানান ভাবে নানান রকম মানুষের সাথে পরিচয় হয়েছে এবং হচ্ছে। চলতে চলতে অনেক সময় অনেক দূর যাওয়া হয়। এরই মাঝে কেউ হারিয়ে যায়, কেউ ধিক্কার দিয়ে চলে যায় আবার কেউ ভালোবেসে আপন করে নেয়। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে ব্যাপার গুলো! আবার এর মাঝেই কত খুনসুটি। এর মধ্যেই যাকে যত আপন ভাবতে যাই, সে হয় সবচেয়ে দূরের। আবার যাকে মনে হয় অনেক দূরের কেউ, সে হয় সবচেয়ে কাছের। সত্যিই বড় অদ্ভুত এই দুনিয়া! অদ্ভুত এই দুনিয়ার মানুষগুলো! অদ্ভুত মানুষগুলোর মন!   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন