শনিবার, ২০ আগস্ট, ২০১১

হারিয়ে যাওয়া শৈশব


শৈশব' মানুষের জীবনে এক দুরন্ত অধ্যায়ের নাম। এ সময় এটা সুতাছেঁড়া ঘুড়ির পিছু দৌড়াতে দৌড়াতে যেমন পার হওয়া সম্ভব তেপান্তর, তেমনি গোয়েন্দা পুলিশের মতো একটা ফড়িংয়ের পিছু নিয়েও কাটিয়ে দেওয়া সম্ভব সকাল-দুপুর। কি মধুর সেই শৈশব।



মনে পড়ে শৈশবের সেই হারিয়ে যাওয়া দিনের কথা। সেই হাসি মাখা দিন গুলোর, ছিলনা কোন উৎকণ্ঠা। ছুটে বেড়াতাম ইচ্ছা মত। কোথায় হারিয়ে গেলো সেই সোনালি দিন গুলো।
এখন শুধু হাহাকার। শৈশবের মত কেউ এখন আর ভালোবাসে না, বুকে টেনে নেয় না। শৈশবের সেই দিন গুলোর কথা মনে হলে বুকের মধ্যে কেমন জানি করে উঠে।
এখন আবার,
হারিয়ে যেতে চাই সবার অন্তরালে,
উন্মুক্ত আকাশে স্বাধীনভাবে পাখি হয়ে উড়তে চাই,
যেখানে রয়েছে হাসিমাখা আমার শৈশব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন