মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

নারী ও সমুদ্রের পার্থক্য


নারী কি? বাংলা অভিধান ঘাঁটলে নারীর যে সমার্থক খুঁজে পাওয়া যায়-স্ত্রী, রমণী, ললনা, অঙ্গনা, কামিনী, মহিলা, ও সুন্দরী প্রভৃতি। নারী সুন্দর তাই সে রমণী, সুন্দরী। নারী কামনা জাগায় তাই সে কামিনী, নারী থাকে মহলে তাই সে মহিলা। নারী মাতা, ভগিনী, স্ত্রী ও সেবাদাসী। নারী নম্র, ভদ্র, শরৎ চন্দ্রের উপন্যাসের মত বুক ফুটে তো মুখ ফুটে না। নারী সম্ভবত মহা জগতের সবচেয়ে আলোচিত প্রাণী- কথাটি ভাবিজনিয়া উলফের। হাজারো শতক ধরে তর্কে তর্কে নারী যতটা স্থান জুড়ে রয়েছে অন্য কোন প্রাণী ততোটা নয়। নারীর পরাজিত সত্তাই নারীকে আলোচিত স্থান দিয়েছে।


সমুদ্র কি? ঠিক তেমনি বাংলা অভিধান ঘাঁটলে নারীর মতই সমার্থক খুঁজে পাওয়া যায়-জলনিধি, রত্নাকর, সিন্ধু, স্রোতস্বিনী, প্রভৃতি। সমুদ্রের জল আছে তাই সে জলনিধি, সমুদ্রের স্রোত আছে তাই সে স্রোতস্বিনী, আর সমুদ্রে রত্ন পাওয়া যেত বলে সে রত্নাকর। সমুদ্রের আছে বিশালতা যা নারীর নেই। সমুদ্রের এই বিশালতা থাকা সত্তেও সে নারীর মত আলোচিত হতে পারে নি।

সমুদ্র সব সময় মানুষকে আপন করে নেয় কিন্তু নারী সব ক্ষেত্রে তা পারে নি। সমুদ্রে স্নান করে সিক্ত হওয়া যায় কিন্তু নারীতে সিক্ত হলে জীবন ধ্বংস হয়। আবার কোন কোন সময় নারী ও সমুদ্র এক। সমুদ্র ঢেউ তুলে উপকুলের সব কিছু ধারন করতে চায়। ঠিক তেমনি নারী নব যৌবনে তার আশে পাশের সব কিছুকে গ্রাস করতে চায়। সমুদ্রে কখনও নারী পাওয়া যায় না তেমনি নারীতে সমুদ্র পাওয়া যায় না। নারীর মধ্যে কখনো সমুদ্র পরিমান সুখ পাওয়া যায় আবার সমুদ্র পরিমান দুঃখ ও পাওয়া যায়। সমুদ্রের মধ্যে ও ঠিক তাই কখনও দুঃখ, আবার কখনও সুখ।

নারীর রহস্যে উন্মোচনে যুগে যুগে চলছে জল্পনা-কল্পনা। কবি, সাহিত্যিক, যুক্তিবিদ, যুবক...হাজারো দৃষ্টির বিশ্লেষণের শেষ সমাধান, নারী তুমি কি ???
“তুমি কি ফুলের মত কোমল
জলের মত তরল
বৃষ্টির মত অঝোর
নাকি নাগিনীর অনাকাঙ্ক্ষিত ছোবল”

কেউ কেউ বলেন নারীর মনের রহস্যে নাকি নারী নিজে ও জানেনা। সে কি চায়, সে নিজে ও বলতে পারেনা। কবি নজরুলের ভাষায়,
“এরা দেবী, এরা লোভী, এরা চাহে সর্বজন প্রীতি
ইহাদের তরে নহে প্রেমিকের পূরণ পূজা, পূজারীর পূরণ সমর্পণ
পূজা হেরি ইহাদের ভীর বুকে তাই জাগে এত সত্য-ভীতি
নারী নাহি হতে চায় একা কারো
এরা দেবী, এরা লোভী,যত পূজা পার এরা চায় তত আরও
ইহাদের লোভী মন,
একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়
যাচে বহু জন”

সমুদ্রের একটা রহস্যে আছে আর নারীর ও একটা রহস্যে আছে। কিন্তু সমুদ্রের রহস্যের শেষ আছে আর নারীর রহস্যের শেষ নেই, আর এটাই সমুদ্র আর নারীর মধ্যে আসল পার্থক্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন