রবিবার, ৩১ জুলাই, ২০১১

দিশেহারা আমি



আজকাল আমাকে কে যেন পেয়ে বসেছে, কেমন যেন একটা অবসাদ। মাথাটা কাজ করতে চায় না আজকাল, সব কিছু ভুলে যাই অল্পতেই। এই সতেরো -আঠারো বছরের জীবনে দিশেহারা হয়ে গেছি বোধ হয়!!! হ্যাঁ, তবে সেটা আনন্দে না, বেদনায়। নিজেকে ইদানীং কেমন জানি লাগে।


আমার প্রায়ই নিজেকে দিশেহারা মনে হয়। কিছুই ভালো লাগে না, কি করব তাও বুজতে পারি । যখন আমি চরম হতাশায় ভুগি তখন আমি বন্ধুদের সাথে আড্ডা দেই আর মাঝে মাঝে ঘুম দেই আবার গান শুনি, ব্লগার বন্ধুদের লিখা গুলো পড়ি। ব্লগার বন্ধুদের লিখা গুলো পড়লে নিজের মনের হতাশা ভাবটা কিছুটা দূর করা যায়। এই জন্য ব্লগার বন্ধুদের জানাই ধন্যবাদ।


মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নাকি সে দিশেহারা হয়ে যায়। মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজেকে অনেক বোঝা মনে হয় নিজের কাছেই। পৃথিবীর সব কিছুই মনে হয় প্রবঞ্চনা করছে। সবাই যেন উপহাস করছে। নিজের কষ্ট গুলো এমন থাকে যেগুলোকে প্রকাশ করা যায় না। সত্যিই আজ আমি আজ দিশেহারা.........:(
এখন শুধু একটা গানই মনে পড়ে,
"যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা"



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন