আজ শ্রাবণের তৃতীয় দিন গেল। সকাল থেকেই বৃষ্টি ছিল । আর শ্রাবণের ভাল-মন্দ লাগার দিন গুলো শুরু হয়ে গেল। শ্রাবণের আকাশের সাথে আমার মনের একটা ঘনিষ্ঠতা আছে। আকাশে মেঘ দেখলেই আমি উদাসী হয়ে যাই। ইচ্ছে করে হারিয়ে যেতে দূরে কোথাও। আর মনে পড়ে অতীতের ফেলে আসা দিন গুলোর কথা। যদি এই শ্রাবণের প্রথম দিন বৃষ্টি হয়নি তারপরও মনে হচ্ছে শ্রাবণ মাসের সূচনা উৎসব ভালই হল। সবাইকে শ্রাবণের বৃষ্টিস্নাত কদম ফুলের শুভেচ্ছা। আর বৃষ্টির দিনে আমি সবাই গান শুনতে পছন্দ করে। সবার মত আমি ও পছন্দ করি গান শুনতে আর ভেসে বেড়াতে আমার স্মৃতির পাতায়। আমার পক্ষ থেকে সবার জন্য আমার পছন্দের একটা গান। শুভেচ্ছা সবাইকে।
আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষায় নামল
সারা আকাশ আমার পায়
আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানো সুখে
দাও ঢেলে দাও
যে প্রেম আমার হৃদয় জলে যায়
দিগন্তলির মাঠের উপর
কাঁদছি আমি সুরে
এই কপালের সমস্ততা ভুবন সাধে দেবে তুলে
এর বেশি কি পাওয়ার থাকে
এর বেশি কে চায়
আজ বরষায় নামল
সারা আকাশ আমার পায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন