একটা খোলা মাঠ। সারা মাঠ জুড়ে ঘন সবুজ ঘাস। কিন্তু অন্ধকারের কারনে সবুজ রংটা কে কাল মনে হচ্ছে। কিন্তু কাল হয়ে ও বোঝা যাছে ঘাস গুলো অনেক সতেজ। আশেপাশে কোন আলো নেই। মাঝে মাঝে কয়েকটা জোনাকী পোকার আলো জ্বলছে আর নিভছে। অনেক দিন পর জোনাকী পোকা দেখলাম। ভাল লাগছে দেখতে। একবার মনে হল একটা জোনাকী পোকা ধরি। ছোটবেলা কত জোনাকি পোকা ধরে ছিলাম। কিন্তু আজ জোনাকি পোকা ধরতে ইচ্ছা করছে না। কারন এখন আমি আগের মত ছোট নেই। কথায় আছে না বনের পশু বনেই মানায়। ঘুরে বেড়াক না পোকা গুলো। আমি মনোযোগ দিয়ে জোনাকি পোকা গুলোর দিকে তাকিয়ে আছি।
মাঝে মাঝে ঝিঁ ঝিঁ এর ধরনের শব্দ কানে ভেসে আসছে। আসলে এই শব্দগুলোর মধ্যে এক ধরনের মততা মিশে থাকে। যেমন বর্ষা কালে টিনের চালে বৃষ্টির শব্দ, ব্যাঙের গ্যা গো ও শব্দ। শহরের জীবন আমার বেশি নয় তারপর ও এই শব্দগুলো আমি প্রায় ভূলে গেছি। মাঝে মাঝে বৃষ্টি আসলে আমার ইচ্ছা করে কোন টিনের ঘরে গিয়ে বৃষ্টির শব্দ শুনি। আর তখন হালকা শব্দে রবিঠাকুরের “আজ ঝরো ঝরো মুখর বাদল দিনে “ এই গানটি শুনতে ইচ্ছা করে। আমি সব সময় রবিঠাকুরের গান পছন্দ করতাম। এই গান গুলো আমার অনেক ভাল লাগে।
এক ঘন্টা যাবত আমি বসে আছি মাঠের মধ্যে। ভাল লাগছে বসে থাকতে। মনে হচ্ছে এই সময়টাকে ধরে রাখতে। মাঝে মাঝে কিছু সময় থাকে যখন সেই সময়টাকে ধরে রাখতে ইচ্ছা করে। সারা জীবন যেন এই সময়ই থাকে। বিশেষ করে আমাদের সুখের স্মৃতি গুলো আমরা ধরে রাখতে চাই। সুখের স্মৃতির পাশাপাশি কিছু মানুষ আছে যারা দু:খে ঘটনাগুলো ধরে রাখতে চায়। এই আশা ভঙ্গের মধ্যে তারা সুখ খোঁজে পায়। একা কোথায় উদাস মনে বসে থাকলে আমাদের সকল ভাবনা যেন উদয় হয়। জীবনের নানা ছোট ছোট ঘটে যাওয়া ঘটনা গুলো মনে হতে থাকে। আমার ও তাই হচ্ছে।
চাঁদ দেখা যাচ্ছে। সুন্দর গোলাকার একটা সাদা চাঁদ। এতক্ষন মেঘগুলো এই চাঁদটাকে ঢেকে রেখেছিল। চাঁদের কমল আলো সারা মাঠ ছাড়িয়ে গেল। সারা মাঠটা কে সাদার চাদরের মত করে যেন ঢেকে দিল আলোটা। আজ যেন অনেক গুলো জিনিস একসাথে দেখছি। এত সুন্দর চাঁদের আলো কতকাল দেখা হয় না। প্রায় দুইবছর হয়ে যাবে। খোলা মাঠ ছাড়া চাঁদ দেখার কোন মজা নেই। আসলে এত সুন্দর চাঁদ দেখে কার না শুন শুন করে কয়েক লাইন গান কিংবা কবিতা গাইতে ইচ্ছা করবে। আমার গাইতে ইচ্ছা করছে “ আজ জোছনা রাতে সবাই গেছে বনে” এই গানটা। অবাক কান্ড আমি শুন শুন করে গাইতে শুরু করলাম। আমি কোন কালেই ভাল গান গাইতে পারি না। কিন্তু আজ আমি নিজের গান শুনে নিজে অনেক মুদ্ধ হয়ে গেলাম। যদি অন্য কেউ থাকত তাহলে অবশ্য গাইতাম না।
কিন্তু আমি এটার মাঝে যেন একটা সুখ খোঁজে পাচ্ছি। যেমনটা আমি মাঝে মাঝে পাই।
মাঝে মাঝে যখন আমি একা থাকি তখন আমি এমন হাজার কল্পনার মাঝে হারিয়ে যাই………………..ভাবতে ভাল লাগে এমন সব এলোমেলো ভাবনা………………………………………………….!!!!
এভাবে মাঝে মাঝে নিজেকে হারাতে ভালই লাগে........ :)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন