সোমবার, ২৫ জুলাই, ২০১১

মেঘপরি


খুব একটা মিশুক নই আমি । একা থাকতেই ভালবাসি। পুরোপুরি একা নই আমি। আমার বুকের ভেতর একটা পরির বাস। আর সেটা নীল বা লাল পরি না। পরিটা হচ্ছে মেঘপরি! মেঘের মত শেত শুভ্র বলে নাম দিয়েছি মেঘপরি। মেঘের সঙ্গে ওর অনেকটা মিল আছে। আমি যেমন কখনো মেঘ ছুতে পারি নাই। কেমন করে পারব, সব পরি তো মেঘপরি হয় না। তাই কল্পনায়ই পরি আমাকে ভালবাসে, শাসন করে, ঘুম না এলে ঘুম পাড়ানি গান শোনায়।
একদিন ক্লাস থেকে বের হয়ে দেখি বৃষ্টি হচ্ছে । আমার মন খারাপ। আকাশের দিকে তাকাতেই দেখি মেঘপরি। তারপর মেঘপরি সত্যিকার ভাবে নিচে নেমে এল। তারপর আমার হাতে হাত রাখল । মেঘপরি যখন আমার হাতে হাত রাখল তখন আমি সব ভুলে যাই। ভুলে যাই আমি মিশুক, আমি একলা পথিক।
পরের বর্ষা আসার আগেই আমার মেঘপরি মেঘ হয়ে চলে গেল। যখন আকাশে বৃষ্টি নামে আমি তখন বৃষ্টিতে ভিজি। সবাই আমাকে পাগল বলে। ওরা জানে না আমার মেঘপরি মেঘ হয়ে আমাকে ছুতে আসে। মেঘপরির অশ্রুতে আমি ভিজে যাই। আর গন্তব্যহীন পথে হাটি আর বিড় বিড় করি,
I love to cry in the Rain Because nobody knows I’m crying.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন