বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

যখন আমি একা

আমি কেমন যেন বদলে যাচ্ছি। একরম অন্যমনষ্কতা, অগোছালো, এবং অসম্পূর্ণতা ভাব আমার মধ্যে কাজ করতেছে। যখনই একা থাকি তখনই নানা রকম ভাবনা মনের মধ্যে আসে। এত ভেবে ভেবে ঠিক করি এবার কিছু একটা করব। কিন্ত এর পরে আর কিছু করতে পারিনা। কেমন আলসে হয়ে গেছি।


যখন আমি কাউকে বলি, আমি মাঝে মাঝে একা থাকি, তখন সবাই একটা কথাই বলত। একা
থাকলে নাকি মানুষ বিগড়ায় যায়। নানা রকম খারাপ চিন্তা মাথায় আসে। আমি তখন বলতাম, সব কিছুই নিজের কাছে। নিজে ভালো তো সব ভালো। এখন এমনও রাত যায় রাত ৪-৫ টা পর্যন্ত না ঘুমিয়ে কাটাই। কিন্তু আমার মাথায় সত্যি আসেনা কি করে এটা সম্ভব !! সারাদিন কাজ শেষে বাসায় এসে ফ্রেশ হলে যে কোনো মানুষই ঘুমে ঢুলতে থাকে। আমারো আগে হতো কিন্তু একা থাকার পরে এটা হয় না। ঘুমই আসে না !! রুমের মধ্যে কিচ্ছু করার নেই, কিছুই না। তারপরও ঘুম আসতে আসতে সেই রাত ৪টা -৫টা বেজে যায়। শুয়ে শুয়ে ভাবতে থাকি। অন্যদিকে ল্যাপটপে রবীন্দ্র সঙ্গিত বাজতে থাকে একটার পর একটা। মাঝে মাঝে মনে হয় কেন আমি পৃথিবীতে আসলাম...!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন