আজ আমার ছোট্ট বারান্দায় ঝুম বৃষ্টি হচ্ছে। আসলে কাল রাতে কোথ থেকে এক দল মেঘ হুট করে আমার জানালার পাশে এসে আমার এক চিলতে দুঃখ নিয়ে গেল। তাই আজ তারা কাঁদছে। মেঘের অমন কান্না দেখে একটি জোনাকি আমায় জিজ্ঞেস করল, তুমি কেন অমন করে কাদনা। বোকা জোনাকিকে কি করে বুঝাই যে, আমার কাঁদতে ভয় হয় যদি তোর স্মৃতি গুলো আমার অশ্রুর সঙ্গে ধুয়ে যায়। তাই আমি কাঁদি না।
তুই একদিন বলেছিলি, তুই পরজন্মে সপ্ন হয়ে অথবা জ্যোৎস্না হয়ে আমার কাছে ফিরে আসবি। তোর আশায় তাই এখনো রাতের বেলা নৈঃশব্দের গান শুনতে চেষ্টা করি। নির্ঘুম রাত গুলোয় চলে মিষ্টি সপ্ন দেখার প্রচেষ্টা। তুই কি ফিরে আসবি...????
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন