সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ক্রাইম থ্রিলার ‘বাইশে শ্রাবণ’। ছবির বিশেষ চরিত্রে
রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, পরমব্রত চ্যাটার্জি, আবীর চট্টোপাধ্যায়
এবং রাইমা সেন প্রমুখ। তিন পুলিশ, দুই সাংবাদিক
এবং এক কবিকে নিয়ে তৈরি করা ছবির কাহিনী। ছবির কাহিনী মূলত সিরিয়াল কিলিং কেস
নিয়ে। শহরের প্রতিটি গলিতে আছড়ে আছে খুন, অপরাধ, ভালোবাসা, যৌনতায় ভরা বিচিত্র মানুষের ভিড়।
পুলিশের
কর্তাব্যক্তি শ্রীবাস্তব সিরিয়াল কিলিং এর ঘটনা নিয়ে খুবই চিন্তিত। বারবার তার মনে আসছে একটাই নাম, যাকে বলা চলে
সিরিয়াল কিলিং এর কেসে স্পেশালিস্ট। তার এক কলিগের কথায় -এই কেস সলভ করার মত লোক
সারা ভারতে বোধহয় ঐ একজনই আছেন। শ্রীবাস্তবের মাথায়
ঘুরতে থাকে অতীতের কথা, তার সেই বন্ধু ব্রিলিয়ান্ট হলেও মানসিকভাবে
অসুস্থ প্রকৃতির, সব ক্রিমিনালকে সে ব্যক্তিগত শত্রু বলে মনে করে। উপযুক্ত তথ্য-প্রমাণ
না পেলে সন্দেহভাজন ব্যক্তিকে এনকাউন্টার করে নৃশংসভাবে মেরে ফেলতেও তার আটকায়
না। এজন্যই তাকে সাসপেনশানে রাখা হয়েছে। কিন্তু সেই একমাত্র পারবে এই কেসের
সমাধান করতে। আরও খুন হয়ে যাওয়ার আগেই তাকে আনতে হবে যেভাবে হোক। অন্যদিকে রিপোর্টার অমৃতার সাথে ঘনিষ্ঠতা পুলিশ
ডিপার্টমেন্টের আরেক অফিসার অভিজিতের। তাদের মাঝে বাধা হবার চেষ্টা চালায় অমৃতার
সহকর্মী সূর্য। আবার প্রতিশোধের নেশায় দাউদাউ করে জ্বলতে থাকে এক কবি। কবির
হৃদয়ের যন্ত্রণা, সমাজের প্রতি তীব্র ধিক্কার, উন্মত্তপ্রায় হয়ে রেলস্টেশানে
দাঁড়িয়ে কবিতাগুলো হাওয়ায় ছুঁড়ে দেওয়া এবং ঘুনে ধরা এই সমাজকে ধিক্কার জানানো।
'বাইশে শ্রাবণ’
ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। এছাড়া ছিলেন শ্রেয়া
ঘোষাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রুপম এবং সপ্তর্ষি
মুখার্জী। ছবির সবগুলো গানের দারুণ কম্পোজিশন হয়েছে। সবগুলো গানই অনেক সুন্দর।
যেখানে
শুরুর কথা বলার আগেই শেষ
সেখানে
মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস
যেখানে
রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ
সেখানে
ছুটব ভাবি গিলব গল্প ভুল হবে বালার
এই
বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে
প্রত্যেক
দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে
একবার
বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার
বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার
বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই…...
যেভাবে
দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই
আড়াল পেলে ভাঙ্গছি আমি, হচ্ছি যে নিখোঁজ
যেখানে
ডাক পাঠালে মৃত দেহের ভিড়ে
সেখানেই
তুলছি ছবি, তলছি নেশায় আসছি আবার
ফিরে
এই
বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে
প্রত্যেক
দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে
আজ
শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ
শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ
শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার
বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার
বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার
বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই......
একবার বল
অনুপম রয়
http://bengali-mp3.com/opendir.php?dir=bengali_movie_songs/Baishe%20Srabon%20(2011)&page_main=0&pdir=bengali_movie_songs&ar=2 অডিও গানগুলোর ডাউনলোড লিংক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন