মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

তুমি শুধু একদিন এক রজনীর



আমি স্বপ্ন এক নিভৃত স্বপ্নচারী স্বপ্ব দেখতে চাই আজীবন। অযথা-অকারণে ও অনেক স্বপ্ন বুনছি। অনেক গুলো মিথ্যা স্বপ্নের পাহাড় বানিয়েছি। কিন্তু আমার দোষটা কোথায় ছিল? হয়ত আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে বাস্তবতা হারিয়ে ফেলেছি। ঘুমহীন চোখে স্মৃতির রাজ্যে নিরন্তর ঘুড়ে বেড়াই দেশদেশান্তরে। এলোমেলো ভাবনায় হিজিবিজি কথা। গন্তব্যহীন পথে উদ্ভ্রান্ত পথিক, আপাতত ঘুরপাক খাচ্ছি!

তোমায় নীলের গান শোনাব, সেই সাধ্য আমার নেইমনের আকাশে আজ অনেক অনেক কালো মেঘের ভীড়। মনের জমানো অনেক কথা বলব বলেই আমি এখানে। আমার একটা গভীর বর্ষণ খুব দরকার আমার কথাগুলো শোনার তো আজ আর কেউ নেই। আমি আজ একা। বড় একা। আমি জানি আমার কষ্টগুলো একান্তই আমার। মাঝে মাঝে ভাবি, জীবনের সব দুঃখ, কষ্টগুলোকে, যদি বস্তাবন্দী করে মুক্তিবেগে নিক্ষেপ করতে পারতাম! তুমি থমকে গেলে কেন, শুনছ কি তুমি ব্যর্থ মানুষের গান? জেনে রেখ আমি সুর্যোদয়ের মত ঠিকই ছুয়ে যাব তোমার অনুভূতি। প্রতিনিয়তই অদৃশ্যমান স্বপ্নালোকে দৃশ্যমান হাসির ছোঁয়া খুঁজি



অন্ধকারে খুজিছে কেবল
জানে না সে! রাত্রির সিন্ধুর জল,
রাত্রির সিন্ধুর ঢেউ
তুমি একা! তোমারে কে ভালোবাসে! তোমারে কি কেউ
বুকে করে রাখে!
জলের আবেগে তুমি চলে যাও
জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে!
তুমি শুধু এক দিন এক রজনীর!

~~~~~~জীবনানন্দ দাশ~~~~~~ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন