যে ছিলও দৃষ্টির সীমানায়
যে ছিলও হৃদয়ের আঙিনায়
সে হারালো কোন দূর অজানায়...
তুমি কি জানতে না, তোমার আশে পাশের মানুষগুলো তোমাকে কত ভালোবাসত!! তুমি
কিভাবে পারলে এতগুলো মানুষকে কষ্ট দিতে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তুমি যার
ছিলে...যে তোমাকে তাঁর সমস্ত পৃথিবী মনে করত অন্তত তখন তাঁর কথা একটি বার চিন্তা
করলে কি এমন ক্ষতি হত, বল? তুমি কেনও একবারও চিন্তা করলে না? তুমি কিভাবে এতো
নিষ্ঠুর হতে পারলে, ভাইয়া?
তুমি চলে গিয়েছ ঠিকই কিন্তু জগতের নিয়মে আমাদের সবাইকেই চলতে হয়, তাই আমরাও
চলেছি। কিন্তু তোমাকে কেউই ভুলতে পারছি না। কেউ কেউ তোমাকে ভেবে দু’ফোটা চোখের জ্বল ফেলে স্বস্তি পায়। আবার অনেক সময় তোমাকে ভেবে কারো হৃদয়ের
রক্ত ক্ষরণ হয়। শুধু এসব করেই তারা কেউ ক্ষান্ত হন না। তোমায় ভেবে হয়ত তারা
নির্ঘুম রাত কাটায়। তোমার স্মৃতি বুকে নিয়েই তাঁরা এখনো বেঁচে আছে।
তোমার জন্য এখনো কেউ কেউ চোখের জ্বল ফেলে, আবার কারো কারো হৃদয়ের রক্ত
ক্ষরণ হয়। তোমার জন্য তাঁরা কি না করেছিলও! তোমার জন্য এখনো তারা করেই চলছে! হয়ত
করতেই থাকবে। বন্ধুদের আড্ডায় তুমি এখনো আছো। তোমার পাঠানো এসএমএস এখনো কারো ইনবক্সে জমা আছে। তুমি আছো আমাদের সকলের
মাঝেই। তোমাকে অনেক বেশি ভালোবাসি ভাইয়া। তুমি অনেক ভালো থেকো।
আজকে আনন্দ ভাইয়ার ২য় মৃত্যু বার্ষিকী। সবাই আমার আনন্দ ভাইয়ার জন্য দোয়া
করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন