খোলা কলাম


আমি কলাম লিখতে পারি না। তারপরও আজকে আমি যা লিখবো এটাকে কলামই বলবো। কারণ, আমি কলাম লিখতেই বসেছি 

আজ আমি শুধু আমার কথাই বলবো। আমি আমার জীবনের কথাই বলবো আজ। আমি আমার গল্প লিখার গল্পই লিখবো। আমি লিখি আমার বাক্সবন্দী জীবনের কথা গুলো আমার এলোমেলো অনুভূতি গুলোকে স্মৃতির মানসপটে সাজাই অক্ষরে অক্ষরে। চেষ্টা করি ভালো ভাবে লিখার। কতটুকু হয় কে জানে! এছাড়াও আমি লিখি আমার ভালোবাসায় ঘেরা মানুষদের নিয়ে। যারা আমাকে স্নেহ করেন, যারা আমাকে পথ চলতে সাহায্য করে, যারা আমাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায় তাদের কথা। আমি লিখছি আমার যাপিত জীবনের কথা সময়ের কথা। এমনি ভাবেই চলছি। দেখি কতদূর যেতে পারি।

মূলত আমি লিখি আমার জন্য। আমি যখন আরও বড়ো হবো অর্থাৎ বুড়ো হবো তখন আমি আমাকে খুব ভালো ভাবে উপলদ্ধি করতে পারবো। দেখতে পারবো নিজের মত করে। এছাড়া আমি যখন থাকবো না তখন আমার লিখাগুলো ঠিকই থাকবে। তখন হয়ত কেউ হাসবে, কেউ দুঃখ পাবে, কেউ উপহাস করবে। আরো অনেক কিছু করতে পারে। যা ইচ্ছে করুক, আমার সমস্যা নেই। আমি লিখতেই থাকবো। আমি আমার পৃথিবীটাকে সাজাবো আমার মত করেই।

সময়ের টানে গিয়েছি অনেক জায়গায়। কত জনপদ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন চেতনার মানুষ আর ভিন্ন রঙের মানুষের সাথে দেখা, পরিচয়, কতকথা। কিন্তু তারপরেও আমার পৃথিবী ঠিক আগের মতই। শুধু পাশে যোগ হয়েছে ছোট্ট একটা নদী। যখনই মন খারাপ হয় চোখ বন্ধ করে হারিয়ে যাই আমার পৃথিবীতে। আমার হারিয়ে যাওয়া মুহূর্তগুলো, হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলোকে আঁকার চেষ্টা করি। তারপরেও আমি চেষ্টা করি আমার বাইরের জগতটাকেও দেখতে। হয়ত জাগতিক নিয়মে আমি ফুরিয়ে যাবো একসময় এটাও আমি  জানি আমার চোখের আলো ম্লান হয়ে যাবে একদিন কিন্তু আমার পৃথিবীকে দেখার জন্য প্রয়োজন মনের চোখের আলো, আর তার উজ্জ্বলতা কখনোই ম্লান হবে না। আজো আমি আমার পৃথিবীকে দেখছি। ঘন নীল আকাশ, কাশফুলের ঢেউ সবুজ জমিনের উপর। পাশে বয়ে চলা ছোট্ট একটা নদী।

There is tremendous happiness in making others happy, despite our own situations. Shared grief is half the sorrow, but happiness when shared, is doubled. If you want to feel rich, just count all the things you have that money can't buy. Today is a gift, that's why it is called the present.

আমার ক্ষুদ্র ক্ষুদ্র লিখাগুলো নিতান্তই আমার জন্য। সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু এই লিখাগুলো থাকবে।
আমাকে হয়ত ঝরা পাতাদের মত পুড়ে ফেলবে, পুতে ফেলবে। কিন্তু আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র লিখাগুলো ঠিকই আমার সাক্ষ্য বহন করবে। আমি একজন ছিলাম। তাই আমি আশাবাদী। ইশ্বর হয়ত আমাকে এতোটা নিরাশ করবেন না। সবাই দোয়া করবেন আমার জন্য। 

২টি মন্তব্য:

  1. তোমাকে যতই দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। তোমার বিষন্নতা গুলো আঙুল দিয়ে যেন অনুভব করছি। লেখকরা সবাই একাকী হাজার মানুষের ভীড়ে, বিষন্ন উল্লাসভরা জীবনের মাঝেও। জীবন কত সুন্দর, এখানে বিষন্নতারর জন্য এত জায়গা ছেড়ে দেওয়া কি ঠিক?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি লেখক নই। ইদানিং আর লিখালেখি একেবারেই হচ্ছেনা। এর মাঝেও অনেক পরিবর্তন হল। জীবন চলছে জীবনের নিয়মে। বিষণ্ণতাই মনে হয় জীবনের আপন সঙ্গী। তবে কতটুকু জায়গা দিয়েছি জানি না! ধন্যবাদ আপনাকে, অনুভবের জন্য।

      মুছুন