''মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই''
মা হল পৃথিবীর সবচেয়ে আপনজন। এই পৃথিবীতে মা ছাড়া কেউ তাঁর সন্তানকে ভাল ভাবে ভালবাসে না। মায়ের ভালবাসার মধ্যে আছে প্রকৃত সুখ। দূর গাঁয়ে ফেলে আসা মায়ের মুখ, মায়ের স্নেহ ছায়ায় বেড়ে ওঠার সুখ, মায়ের কাছ থেকে দূরে থাকার বেদনা, কিংবা আকাশের ওপারে আকাশ, বাতাশের ওপারে বাতাশ পেরিয়ে দূর অজানায় পাড়ি জমানো মায়ের সৃতি। এসবই কি আমাদের পোড়ায় প্রতি নিয়ত ? হু হু করে ওঠে বুকের ভেতরটা। আর যখনই মায়ের কথা মনে পড়ে মনের অজান্তেই চোখ ভিজে যায়। ইচেছ করে ছুটে যাই মায়ের কাছে.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন