জানালা দিয়ে বৃষ্টির পরের হিমেল হাওয়া আর মাটির সোঁদা গন্ধ আসিছল। এই বাতাসে কী যেন আছে! মন, ফুরফুরে কিশোরের মতো হাওয়ায় ভাসে। অনেক স্মৃতি জাগায়। আর মাঝে মধ্যে মনের ভেতরটা খুব ফাঁকা লাগে। কেনো লাগে, কিসের অভাব, কেনো কান্না পায় ? মনে হয়, বিশ্ব চরের কেউ নেই, কিছু নেই। অনন্ত শূন্যতা। সূর্য ডোবা দেখলে মনে হয়, সূর্যের সঙ্গে বুঝি যাওয়ার সময় হল। চোখ ভিজে যায় মনের অজান্তেই...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন