বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

নিঃসঙ্গতার গল্প


বাঙালিরা বিদেশে যাওয়ার পর কখনও দেশে আসার কথা বললে, আত্তীয়রা বলে দেশ এ আসবি মরতে ?  ওখানেই তো ভালো আছিস। কেমন আছি বোঝাব কি করে ?বিদেশের মাটিতে বাঁচা-মরার কী কষ্ট, ব্যথার সাতকাহন।! বলব কীভাবে ? এ মাটি আমার নয়, আমি এ মাটির নয়। বহু সংকৃতির এই দেশে বহু রকমের কবর। খেজুর পাতা থেকে শুরু করে পাথরের বাঁধানো কবরের সমাবেশ। ছোট বেলায় সন্ধ্যার পর কবর স্থানের পাশে হাটতে ভীষণ ভয় করত। বিদেশে ও এর অনুভূতি একই, কেমন যেন মনের ওপর চাপ ফেলে। অচেনা ভয়, বিষণ্ণতা নিঃসঙ্গতা আততায়ীর মতো জাপটে ধরে।জন্ম ভূমি ছেড়ে কোন দূর দেশে আছি। ইচেছ করে পাখি হয়ে যাই। শুনেছি, পূর্ণ বয়স্ক পাখিরা নাকি আগাম মৃত্যুর বার্তা পায়। যখন তারা বুঝতে পারে, তখন দলবল ছেড়ে গহীন অরণ্যের দিকে যাএা করে। সেই গহীণ অরণ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করে।জীবন সায়াহ্নে একদিন আমি ও পাখির মতো হারিয়ে যাব এই অচিন দেশের কোনো এক জনারণ্যে........



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন