বুধবার, ২২ জুন, ২০১১

অচেনা ভালবাসা


ওদের অভিজাত পাড়ায় জোসনা স্নাত পূর্ণিমার চাঁদটাকে সে প্রায়ই দেখতে পেতনা। আলোকজ্জল বিল্ডিং এর ভিড়ে রুপালি চাঁদটা দৃষ্টিগোছর হয় না। ও জানে না চাঁদের আলোয় ওকে কত মায়াময় লাগে। ও শুধু জানে সোডিয়াম আলোর নিজেকে রক্তশূণ্য লাগে। সে কখনোই ঝিঝির ডাক শোনে না। মাঝ রাতে ও শুধু নাইট গার্ডের হুইসেল এর শব্দ শুনে। বৃষ্টির পানিতে পা ভেজালে মুখ বাকিয়ে বলতো, কাঁদা যেওনা। ও ভিজত সাততলা বিল্ডিং এর ছাদে। আজি ঝর ঝর মুখরো বাদল দিনে ও কখনোই শোনেনি। বৃষ্টির  দিনে সে হয়তো লিংকিন পারকের নতুন গান খুঁজে। ও কি জানে চাঁদের আলোয় তাকে কত অপূর্ব  লাগে? বৃষ্টির দুতিন ফোটা মুখে পরলে তার ভুবন ভোলানো হাসিটা কেমন লাগে? ওর প্রতিক্ষায় আমি আজীবন আছি। ও হয়তো কোনোদিন জানবে না। অনেকবার বৃষ্টি ভেজা শ্রাবনের ১৭টি কদম ফুল ওকে দিতে চেয়েছি, কিন্তু পারি নি ।শুধু

''আজিকে বাহিরে ক্রদন ছল ছল জলধারে
বেনু বনে বায়ু নাড়ে এলোকেশে মন যেন চায় কারে''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন