মেঘে মেঘে হারিয়ে যাওয়া...
বিষন্ন বেলায় যখন আর কিছুতেই মন বসে না, আনমনেই হেটে বেড়াই স্মৃতির পাতায়। এরকম মুহুর্তে আমার সবচেয়ে কাছের সঙ্গী হয় এই বিশাল আকাশের বুকে ভেসে চলা টুকরো টুকরো মেঘগুলো। মনে পড়ে সেই ছোটবেলায় মেঘের নকশা আঁকা। মেঘগুলো কি ঢং ই না জানে! কখনও হয় রাজার মাথার মুকুট, আবার কখনও ভয়ংকর কোন দানব। কখন আবার নাম না জানা পাখি , আবার কখনও পঙক্ষীরাজ, কখনও ডাইনোসর!! আমার মেঘের পথে হারিয়ে যেতে ইচ্ছে করছে এখন......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন