বুধবার, ১৫ জুন, ২০১১

বৃষ্টি হোক বা না হোক আজ আষাঢ়ের প্রথম দিন....

আজ ঢাকার আকাশে এক টুকরো মেঘ নেই। তুলো তুলো সাদা মেঘের ভেলাগুলো কেন যেন অভিমান করে দূরে চলে যাচ্ছে তবে শাহবাগ এ একটা দোকানে ফুল দেখে এক স্নিগ্ধতায় ছুঁয়ে গেল মনতখন ইচ্ছে করছিলো এক গুচ্ছ কদম ফুল কিনি, কিন্ত ফুল কিনে কি করব, কাকে দিব !!!


যাক, ওসব কথা। আমি চাই বৃষ্টি আসুক অঝোরধারায় , ভিজে যাক উত্তপ্ত ঢাকা আমার কাছে বৃষ্টি মানেই এক ধরনের আনন্দ। আমি বৃষ্টি অনেক ভালবাসি। বৃষ্টি হলেই  ইচ্ছে করে ভিজতে আর বৃষ্টি ধরতে। বৃষ্টি হলেই চলে যেতে ইচ্ছে করে কল্পনার সমুদ্দুরে মনে পড়ে, আমার গ্রামের ধান ক্ষেতের আইল ধরে এলোপাতাড়ি চলা, বৃষ্টিতে ভিজে কাদামাটিতে একাকার হয়ে ফুটবল খেলা, পুকুরে জলখেলি আরও কত কি.....মনে পড়ে, বৃষ্টির দিনে বন্ধুরা মিলে বড় কচুপাতার ছাতা বানিয়ে শামুক কুড়াতাম হাঁসের ছানার জন্য ভরা বর্ষায় মাঝে মাঝে মাছ ধরতে যেতাম ধান খেতে বর্ষায় মাছ ধরাটা খুব উপভোগ করতাম। যদি ও আমি মাছ ধরতে পারতাম না।
আর আমার জীবনের বেশির ভাগ কেটেছে শহরে। তারপর ও বরষায় যখন গ্রামে আসতাম তখন সব করতাম। এভাবে আরো কত কথা মনে পড়ে.কি মধুর সেই শৈশব !!!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন