একলা লাগে একলা লাগে একলা লাগে
বড় একলা একলা লাগে তোরে ছাড়া
যায় দিন যায় রাত
থাকি দিশেহারা, তোরে ছাড়া
বড় একলা একলা লাগে তোরে ছাড়া
একলা জীবন একলা ক্ষণে
একলা দিগন্তজুড়ে
একলা প্রান্তরে
একলা একলা মন মানে না
একলা মন সেতো ছন্নছাড়া
যায় দিন, যায় রাত থাকি দিশেহারা
সত্যিই নিজেকে আজ খুব একলা মনে হচ্ছে। একলা আমি নিজের ছায়ার মতো শূণ্যতার মতো দীর্ঘশ্বাসের মতো নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নদীর মতো বিষন্ন দ্বীপের মতো মৌন পাহাড়ের মতো বড় একা আমি...! দুঃসহ অন্ধকারকে আজ খুব কাছের মনে হয়। আমি ক্লান্ত পথিক...!
সারাটা পথ একলা হেটে বেড়াই। একলা জীবন, একলা বাঁচা, একলা বসবাস আমার। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। এক রাশ কষ্ট বুকের ভিতর বাসা বেধে বসেছে। বুকের সেই পাথরে প্রতিনিয়ত রক্ত জমাট বেধেই চলেছে। এপাথর এতো ভারী হতে চলেছে যে, শ্বাস-প্রশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে এখন......! :P
সারাটা পথ একলা হেটে বেড়াই। একলা জীবন, একলা বাঁচা, একলা বসবাস আমার। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। এক রাশ কষ্ট বুকের ভিতর বাসা বেধে বসেছে। বুকের সেই পাথরে প্রতিনিয়ত রক্ত জমাট বেধেই চলেছে। এপাথর এতো ভারী হতে চলেছে যে, শ্বাস-প্রশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে এখন......! :P
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন