শ্রাবণ মাস আসতে এখনো অনেক বাকি। কিন্তু তার আগেই বৃষ্টি!! ইট পাথরের এই নগরীতে একটু প্রাণের সঞ্চার হল, সস্থি হল। সন্ধ্যার আঁধার ঘনিয়ে আসার আগেই শুরু হল আকাশের গর্জন। মুহূর্তের মধ্যেই পুরো সন্ধ্যার চেহারাটাকে বদলে দিলো। ধরণীতে নেমেছে অঝোর ধারায় বর্ষণ। সে কী আশ্চর্য বৃষ্টি! কি সুন্দর ঠান্ডা বাতাস প্রাণ জুরিয়ে দিচ্ছে। খুব-ই ভাল লাগছে আবার কেমন জানি আনমনা লাগছে। এমন সন্ধ্যায় ইচ্ছে হয় উদাসী হয়ে হারিয়ে যেতে দূরে কোথাও!
অনেক দিন পর আজ বৃষ্টিতে ভিজতে গেলাম। বৃষ্টির ফোঁটা গুলো মাথা দিয়ে আমার শিড়দাঁড়া বেয়ে নেমে গেল। এক অদ্ভুত শিহরণ, আমার ঠোট তির তির করে কেঁপে উঠলো, দাঁতের সাথে দাঁত ঠোকর লাগলো। হ্যাঁ, তখনই বুঝলাম আমি আজকে সত্যিই সত্যিই ভিজছিলাম!! ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে হতো। যখন বৃষ্টি হতো তখন আমি হা করে বৃষ্টি পড়ার দিকে চেয়ে থাকতাম। বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে আমার একটু আধটু অনুভূতি তৈরি হতো। আমি যেনো হারিয়ে যেতাম আমার মধ্যেই! এখন বৃষ্টি আসলে সেই অনুভুতি গুলো আর জেগে উঠে না। কেমন যেনও অন্যরকম অনুভুতি কাজ করে। যেনও অজানা কোন অনুভুতি! আজ বৃষ্টিতে ভিজে সব ধুয়ে মুছে জীবনকে নতুন করে শুরু করতে চেয়েছি। কিন্তু কতটুকু হয়েছে কে জানে?
একটা গান খুব গাইতে ইচ্ছে করছে। খুব শুনছি এই গানটা,
একটা গান খুব গাইতে ইচ্ছে করছে। খুব শুনছি এই গানটা,
বৃষ্টি বহুদূরে, বৃষ্টি শহরে
বৃষ্টি অনুদানে, বৃষ্টি আমারে
বৃষ্টি মেঘ হলে, বৃষ্টি হবে কি
বৃষ্টি গর্জনে, বৃষ্টি মেঠো সুর
বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোন ব্যথা
বৃষ্টি যন্ত্রণা, বৃষ্টি সুখে
আমি বৃষ্টি চাই বারে বার
সুখে যন্ত্রণা, এই ঠিকানা বাঁচবার
আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারে বার
আমি বৃষ্টি চাই বারে বার....!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন