সোমবার, ২৬ মার্চ, ২০১২

স্বাধীনতা, আমার স্বাধীনতা!



স্বাধীনতা মানে বুকের ভেতর ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোর ডানা মেলে উড়া। প্রত্যেক মানুষের আছে নানারঙের স্বপ্ন। সবাই চায়, এই স্বপ্নগুলো পূরণ হোক। স্বাধীনতা আমাদের স্বপ্ন দেখাতে শেখায়, আর এই বর্ণিল স্বপ্নগুলো বাস্তব করার সাহস যোগায়। অবশ্য এখানে স্বপ্নের অর্থ বলতে আমি জীবনের আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছি। পরাধীনতার শেকল শুধু মানুষের দেহটাকেই আটকে রাখে না প্রকৃতপক্ষে তার স্বপ্নগুলোকে বন্দি করে ফেলে। তাই স্বাধীনতা আমার কাছে অবারিত স্বপ্নের খোলা জানালা। 


খুব কম দেশই আছে যারা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আমরা যদি বিশ্বের ইতিহাস ঘাটি তাহলে দেখবো বেশির ভাগ দেশ তাদের ঔপনিবেশিক প্রভুদের কাছে দেন-দরবার করে স্বাধীনতা পেয়েছে। আমাদের ভারতবর্ষেও অবস্থাটা মোটামুটি এই রকমই। প্রায় দু'শ বছর ব্রিটিশদের অধীনে থাকার পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারত ও পাকিস্তান নামক দু'টি রাষ্ট্রের জন্ম হয়।
আর এই পাকিস্তান নামক রাষ্ট্রের পূর্ব অংশই পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। ত্রিশ লক্ষ শহীদের আত্মদান আর দু'লক্ষ মা-বোনের সম্ভ্রবের বিনিময়ে পাই স্বাধীনতা। এছাড়াও পেয়েছি একটা দেশ, একটা মানচিত্র, একটা পতাকা। নিজেদের একটা পরিচয়। কিন্তু আমরা কি আমাদের সেই দেশ, মানচিত্রের কিংবা পতাকার সঠিক সম্মান দিয়েছি বা দিচ্ছি। প্রতিনিয়ত উঠতে বসতে আমরা আমাদের পতাকার অপমান করছি নিজেদের অজান্তেই। এর কারণ আমাদের অবহেলা, আমাদের জ্ঞানের অভাব। সবাই যে করছি তা নয়। তবে বেশির ভাগ মানুষই করছি। কিন্তু আর কত, এসব তো বন্ধ হওয়া দরকার। যে জাতি তার পতাকাকে সম্মান দিতে জানে না, সে জাতির উন্নতি অসম্ভব। দেশপ্রেমের প্রথম ধাপ হিসেবে আসুন নিজের পতাকাটাকে ভালোবাসি।



এই যে আমাদের দেশটা এতকিছুর পরও টিকে আছে সেটা মূলত এদেশের মানুষের দেশপ্রেমের জোড়েই। কিন্তু দিন দিন আমাদের দেশপ্রেম কমে যাচ্ছে। আমরা প্রচন্ড হতাশ একটা জাতিতে পরিণত হচ্ছি। এই অবস্থায় আমাদের জাতীয় পতাকাই আমাদের আশাবাদী করতে পারে। আমরা যদি প্রতিদিন একবার করে জাতীয় পতাকা হাতে নিয়ে শপথ করি এই দেশটার জন্য কিছু না কিছু করব, প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করব। তাহলে হয়তো গোটা দেশটা বদলাবে না, কিন্তু আমি আপনি বদলাবো। সেটাই বা 
কম কিসে ?



আমরা হাটি হাটি পা পা করে ৪১ টি বছর পার করে দিয়েছি। খুব বেশি দিন হয়নি যখন আমাদের দেশের সন্তানেরা আধার চিড়ে তাঁদের স্বপ্নের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আবার এই সময় যে খুব কম তাও নয়। ৪১ বছরে হয়তো অনেক কিছুই করে ফেলা যেত। যাই হোক সেই সব না পাওয়ার কথা বলে লাভ নেই। তা শুধু হতাশাই বাড়াবে। তার চাইতে চলুন কিছুটা আশায় বুক বাধি। আঁধার যতই হোকনা নিকষ কালো, ভোরের সোনালী আলোয় তা হবেই হবে দ্বীপ্তিময়। 



সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 



ছবি কৃতজ্ঞতাঃ জেবা ইসলাম(ফ্লিকার) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন