সুপ্রিয় সুকন্যা,
আমি আজ অনেকটা ইচ্ছে করেই লিখতে বসেছি। অনেকদিন ধরেই আলাভোলা হয়ে আছি। অনেকটা ঘুণে ধরার মতই! অনুভুতি গুলো নাড়া দেয়ার সামান্য চেষ্টা করছি। জানিনা কতটুকু পারছি। ইদানিং অনেক বাস্তব অভিজ্ঞতারও সম্মুখীন হচ্ছি। এতে আমি অনেকটা হতবাক হয়ে থাকছি। সে না হয় অন্য একদিন বলবো।
কালের নিয়ম অনুসারে কিছুদিন পরেই আসছে পাতা ঝরার দিন । বৈষ্ণিক উষ্ণতার কারণে প্রকৃতিতে তারতম্য দেখা যায়। সময় মত ফুল ফোটে না,
সময় মত পাতা ঝরে না, সময় মত বৃষ্টি পড়ে না। সবকিছুতেই কেমন অনিয়মের ছোঁয়া। নিজেদের হাতে ধ্বংস করা পৃথিবীর পরিবর্তিত রূপকে প্রকৃতির খেয়াল বলে চালিয়ে দেয়া ছাড়া আর কোন গত্যান্তর নেই। এখন শুধু স্রষ্টার দিকে মুখ তুলে তাকিয়ে থাকা ছাড়া আর কোন কাজ নেই। তিনিই একমাত্র পারেন সব কিছু। তাহলে যদি মুক্তি পাওয়া যায়।
সময় মত পাতা ঝরে না, সময় মত বৃষ্টি পড়ে না। সবকিছুতেই কেমন অনিয়মের ছোঁয়া। নিজেদের হাতে ধ্বংস করা পৃথিবীর পরিবর্তিত রূপকে প্রকৃতির খেয়াল বলে চালিয়ে দেয়া ছাড়া আর কোন গত্যান্তর নেই। এখন শুধু স্রষ্টার দিকে মুখ তুলে তাকিয়ে থাকা ছাড়া আর কোন কাজ নেই। তিনিই একমাত্র পারেন সব কিছু। তাহলে যদি মুক্তি পাওয়া যায়।
জানো, আর মাত্র ক’দিন বাদেই ফাল্গুন আসবে। এই বাতাসের ঘ্রাণটা আমাকে ঠিক ফাল্গুনের কথাই মনে করিয়ে দিচ্ছে। বাতাস আলতো হয়ে বয়ে যাচ্ছে প্রকৃতির উপর দিয়ে। গাছের শুকনো পাতাগুলো অদ্ভূত করে ঝরে যাচ্ছে। আর এই বাতাসের ঘ্রাণে আমার কেবলই মনে হচ্ছে আমি নিজেই যেন ঝরে যাচ্ছি। ঝরেই চলেছি অবিরাম। একজন পথচারী আমায় পেলে পদপিষ্ট করে মর্মরধ্বনির সৃষ্টি করবেন– সাঙ্গ হবে আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র সত্ব্বার ছাপগুলো।
একদিন আমি ঠিক চলে যাবো। ঝরাপাতা হয়ে হয়ত। ঝরাপাতাগুলো সন্ধ্যার আধো-আলোতে কেমন বিমর্ষ হয়ে পড়ে থাকে পথের কোণায়। রাতের অন্ধকারে হারিয়ে যায় তারা। সকালে হয়ত ঝাড়ুদার এসে কুড়িয়ে নিয়ে চলে যায়। তারপর হয়ত পুড়িয়ে শেষ করে ফেলে তাদেরকে! এই আমাকে দেখো, আমি অজানা পথিক। আমার পথ অজানা বলেই হয়ত আমি অজানা পথিক হয়েছি। হয়তবা জীবনের লক্ষ্য খুঁজে পাইনি বলেই আমি অজানা পথিক। অনেকটা ঝরা পাতার মতই! ঝরা পাতাদের কোন স্বপ্ন থাকে না। তাদের বেঁচে থাকা অনেকটা নিঃস্বার্থহীন। আমিও চেয়েছি স্বপ্নহীন বেঁচে থাকতে। কিন্তু হয়ে উঠছে না। হয়ত হবে না। হয়তবা সব কিছু হতে নেই, তাই! জগতে কিছু ব্যতিক্রম থাকবেই। না হলে হয়ত সেটাও ব্যতিক্রম কিছু হয়ে যেতো।
আজ আসি তবে, আচ্ছা? ইদানিং কিছুই ভালো লাগছিলো না। আমার জীবনে ব্যস্ততা আসা প্রয়োজন। জানিনা কী হবে আগামীতে। আমি আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে চলেছি। তুমি দোয়া করো আমার জন্য। ভালো থেকো।
'পথহারা পথিক'- ♥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন