শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

প্রাণের উৎসবঃ বই মেলার দিনলিপি-৪


ভাষার মাস ফেব্রুয়ারিবাংলা একাডেমীতে বসেছে প্রাণের মেলামেলায় প্রতিদিন আসছে রং বেরঙের মলাটে মোড়ানো চকচকে নতুন বইপাঠকেরা ছুটছে প্রিয় লেখকদের বই কেনার জন্য এক স্টল থেকে অন্য স্টলেমেলায় প্রতিদিন নানান পেশার মানুষের ভিড় জমেলেখক পাঠকদের পদচারনায় মুখরিত হয় মেলার প্রাঙ্গন চারদিকে উৎসব মুখর একটা পরিবেশ।

সেদিন ছিলো বই মেলার দশম দিনআর আমার ছিলো ২০১২ সালের বই মেলার চতুর্থ দিনতারপরে আবার ছিলো শুক্রবার মানে সপ্তাহিক ছুটির দিনরাস্তা অনেকটা ফাঁকাই ছিলো কিন্তু বাসের মধ্যে প্রচণ্ড ভিড় ছিলোকোনো দিকেই শান্তি নাই! আগে আগেই প্রবেশ করেছিলামতাই খুব একটা দুর্ভোগ পোহাতে হয়নিমেলায় প্রবেশ করেই দেখি প্রিয় মুখ আল-ইমরান ভাই, রক্ত-নজরুল ভাই, নিঝুম অরণ্য, বিষাদনীলিমা আপু, নাসির আহমেদ কাবুল ভাইয়াএছাড়া আমার সাথে ছিলো আমার একটা কাজিনদেখলাম রেজওয়ান তানিম ভাই তাঁর প্রকাশনীর স্টলে বসে আছেনতানিম ভাইদের প্রকাশিত লিটলম্যাগ ‘লিপি’র একটা কপি ক্রয় করলামতারপর সবার সাথে সবার সাথে বেশ কথা হচ্ছিলোএরপর একটু এদিক সেদিক ঘুরাঘুরিযেদিকেই যাই শুধু ইমরান ভাই সামনে পড়েকি বিপদরে ভাই! এরপর লিটলম্যাগ চত্বরের দিকে গেলামসেখানে গিয়ে দেখি জিয়া ভাই সহ আরও অনেকেসামান্য কথা হল জিয়া ভাইয়ের সাথেইমরান ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে অনেক কাহিনী শুনলামভালোই লাগছিলো ইমরান ভাইয়ের ঐতিহাসিক প্রেম কাহিনীপ্রিয় মুখদের সাথে দেখা করার জন্য উন্মুখ ছিলামকখন সবাই আসবেকখন কথা বলবো সবার সাথেএরপর আস্তে আস্তে একেরপর এক প্রিয় মুখ আসছেনএ কে এম আব্দুল মোমিন, জেএম আজাদ, জমিরউদ্দিন মিলন, মিলন ভাইয়ের ফ্রেন্ড, স্বপ্ন আসক্ত, এস এম পাশা, লিলাবতী পাশা ভাবী, পাশা ভাইয়ের বাবু, ব্লগ ভাবী আফরোজা ববি, নীলসাধু, কবির য়াহমদ, নষ্ট কবি ভাই সহ আরো অনেকে নীলসাধু ভাই দেখলাম তাঁর বইয়ের বেশ কিছু কপি নিয়ে এসেছেনঅনেকেই দেখলাম বইটা ক্রয় করেছেঅবশেষে আমিও এক কপি ক্রয় করেছিসবাই মিলে জম্বেস একটা আড্ডা হলকথা হল অনেক বিষয় নিয়েঅনেক অনেক মজা হলযদিও এই মজাটা চিনি ছাড়াই ছিলোতারপরেও সাধ একটু বেশী-ই মনে হলতারপর অনেক কষ্টে বাসে উঠে বাসায় ফিরলামসব কিছু মিলিয়ে মারাত্মক একটা দিন কেটেছেঅসাধারণ ভালো লেগেছিলো। 

অবনীলঃ এটি স্যার জাফর ইকবালের ২০১০ সালের বই মেলায় প্রকাশিত বইমেলার ৩য় দিনে বইটা আমি ফ্রি পেয়েছিবইটা ছিলো বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে লিখাস্যার জাফর ইকবালের বই আমার খুব পছন্দযদিও তাঁর খুব বেশী একটা বই পড়া হয় নিসমস্ত বইটি জুড়ে ছিলও মহাকাশ নিয়ে লিখামহাকাশের ভয়ংকর কিছু চিত্র তুলে ধরেছেনবইটা বেশ ভালোই লেগেছে

জলজ ছায়ায়ঃ এটি ব্লগার নীলসাধুর লিখা কাব্যগ্রন্থপুরো বইটি জুড়ে রয়েছে সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা। এছাড়া তার কবিতায় উঠে এসেছে দশ ও দেশের কথা, মানুষের ভালোবাসার কথা, ভালো লাগার কথা। অসাধারণ শব্দ শৈলী প্রয়োগ করা হয়েছে বইটিতে। অনেক ভালো লাগলো।

লিপিঃ এই লিটল ম্যাগটি সম্পাদনা করেছেন রেজওয়ান তানিম, বাবুল হোসেইন, মলয় দাস। এখানে কিছু বাহারি কবিতা আছে। মোটামুটি ভালো লেগেছে।

আশা করছি সবার বই গুলো আপনারা সুন্দরভাবে গ্রহন করবেন।
সবার জন্য শুভকামনা রইল।
ভালো থাকবেন সবাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন