মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

প্রাণের উৎসবঃ বই মেলার দিনলিপি-৫



চলছে বসন্ত। ফাগুন লেগেছে বনে বনে, শাখায় শাখায়, পাতায় পাতায়। তার রেশ ছড়িয়ে পড়েছে যান্ত্রিক এই শহরের বাসিন্দাদের মনেও। ফাগুনে প্রকৃতির যেমন হলুদের ছোঁয়া ক্রমশই বৃদ্ধি পায় তার সাথে তাল মিলিয়ে নাগরিক জীবনেরও যেন রং বদলায়। হলুদ আর লালে রঙিন হয়ে জানিয়ে দেয় ভালবাসার কথা। বাঙালিরা মেতে ওঠে উৎসবে! ভিন্ন এক ব্যঞ্জনায় রাঙিয়ে তোলে বাঙালির প্রাণের মেলাকে 'নবীন ফাগুন দিন, সকল বন্ধনহীন...' রবীন্দ্রনাথ ঠাকুর


প্রতিদিনের মত সেদিনও গিয়ে হাজির হলাম প্রাণের মেলায়। অরণ্যর ফোন পেয়ে তরিঘড়ি করেই আসলাম। বইঘর প্রকাশনীর সামনে অরণ্য, বিষাদনীলিমা আপু আর আমার আরেকটা ছোট বোন দাঁড়িয়ে আছে গিয়ে দেখি। কিছুক্ষণ বাদেই স্বপ্নেস্নান হবে সবাই। তাই সবাই একটু উৎফুল্ল ছিলও! নজরুল মঞ্চে গিয়ে দেখি কে একজন বিশাল বক্তৃতা শুরু করেছে। তবে তার কথাগুলো শুনার মানুষ তখন কমই ছিলও। ওনার চিৎকার দেখে আস্তে অনেকে অনেক জড়ো হতে শুরু করে। তার কথা গুলোর মূল উদ্দেশ্য ছিলও বাংলা একাডেমীকে ঘিরে। বই মেলার আরও অনেক উন্নতি দরকার, তিনি বলেছিলেন। সবই ঠিক ছিলো কিন্তু আমার খুব বিরক্ত লাগছিলো। মাইকে স্বপ্নস্নানের এনাউঞ্চ মোড়ক উন্মোচনে ঘোষনা দিয়ে দিলো। এর মধ্যে তিনি শুরু করেছেন লেকচার!! তারপর আমরা কিছু বলতে না পেরে নজরুল মঞ্চের উপরের এক সাইডে দাঁড়িয়েই কাজ শুরু করে দিয়েছি। দিগন্ত টেলিভিশনের বার্তা প্রযোজক আব্দুল কাইয়ুম বইটির মোড়ক উন্মোচন করেন। এছাড়া বইটির আরও অনেক শুভাকাঙ্ক্ষী সেখানে উপস্থিত ছিলেন। বইটির সাফল্য কামনা করে সুন্দর ভাবেই সম্পন্ন হল মোড়ক উন্মোচন।

কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হল আফসার নিজাম ভাইয়ের সম্পাদনায় ‘বই ভরা কত ছড়া’ বইটি। তবে তার জন্য কোন খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি। নিজাম ভাইয়ের ফোন ফোন পেয়েই হাজির হলাম নজরুল মঞ্চে। বইটির লেখক দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেন নি। তারপরেও খুব সুন্দর ভাবেই বইটির মোড়ক উন্মোচন করা হল। এই বইটির সাথে আরও দুটি বইয়ের মোড়ক উন্মোচন হল। সুন্দরভাবেই সম্পন্ন হল মোড়ক উন্মোচনের কাজ। তারপর কিছুক্ষণ ঘুরাঘুরি করেই বাসায় ফিরে আসলাম। এভাবেই কেটে গেলো বই মেলার পঞ্চম দিন।

বই ভরা কত ছড়াঃ এই বইটি লিখেছেন ব্লগার খন্দকার আলমগীর হোসেন। বইয়ের মোড়ক উন্মোচন হওয়ার আগেই আমি এটার সৌজন্য কপি পেয়েছি। বইটি পেয়ে বেশ ভালো লাগলো। তাই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেললাম। ছড়া গুলো পড়ে বেশ মজা পেলাম। অনেক অনেক ভালো লাগা রইল।

স্বপ্নস্নানঃ নিঝুম অরণ্যর সংকলনে চার ব্লগারের সমন্বিত প্রয়াসে বইটি রচিত। প্রেম-ভালোবাসা, বিদ্রোহ, বিরহ, প্রকৃতি প্রেম, ধর্ম, জীবন-মৃত্যু, সুখ-দুঃখ খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছে কবিতা গুলোতে। এছাড়া উঠে এসেছে স্বপ্নে স্নান করার অব্যক্ত কথামালা। সব মিলিয়ে বেশ ভালো লাগলো বইটি।

শুভেচ্ছা সবাইকে।
শুভ কামনা সবার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন