বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

বন্দে মায়া লাগাইছেঃ শাহ আব্দুল করিম

তেরশো বাইশ বাংলায় জন্ম আমার
মা বলেছেন ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার
১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারী, বাংলা ১৩২২সন, ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার, বর্তমান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল আশ্রম নামক গ্রামে জন্মগ্রহন করে বাউল সম্রাট শাহ আব্দুল করিম। জীবনের নানা ঘাত প্রতি ঘাত কাটিয়ে নিজেকে তুলে এনেছেন খ্যাতির চুড়ায়। দারিদ্র্যতার কারনে তিনি পড়াশুনা করতে পারেন নি। মাত্র আট দিন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেয়েছিলেন। বলতে গেলে তিনি জন্ম থেকে যুদ্ধ করছেন দারিদ্র্যতার সঙ্গে। রাখাল থেকেই কালপরিক্রমায় তিনি বাউল সম্রাটে রূপান্তরিত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে বাউল শিল্পী হিসেবে পূর্ণরূপ দিতে শুরু করেছিলেন। তার গানে উঠে এসেছে এদেশের কথা, দেশের মানুষের কথা। এছাড়া মানুষের সুখ-দুঃখ, দারিদ্র্য-বঞ্চনা, লোকাচার, স্মৃতি প্রভৃতি তাঁর গানে এক বিশিষ্ট শিল্প সুষমায় উঠে এসেছেখুব সরল, সাবলীল তার গানের বাণীযা খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে। সুর তোলে মানুষের হৃদয়ে।

তিনি ছোট বেলা থেকেই গান লিখতেন। যা খুব অল্পতেই মানুষের মন জয় করেছিলো। তখন সেগুলো শুধু ভাটি অঞ্চলেই পরিচিত ছিলো। বর্তমানে অনেক শিল্পী তাঁর লিখা গান গেয়ে অনেক খ্যাতি অর্জন করেছেন। এবং সাথে সাথে তিনিও ব্যাপক সাড়া পেতে থাকেন। তাঁর উল্লেখযোগ্য কিছু গানঃ

◆◆বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
◆◆আগে কি সুন্দর দিন কাটাইতাম
◆◆গাড়ি চলে না
◆◆আমি কূলহারা কলঙ্কিনী
◆◆কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
◆◆কোন মেস্তরি নাও বানাইছে
◆◆কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
◆◆বসন্ত বাতাসে সইগো
◆◆আইলায় না আইলায় নারে বন্ধু
◆◆মহাজনে বানাইয়াছে ময়ুরপংখী নাও
◆◆আমি তোমার কলের গাড়ি
◆◆সখী কুঞ্জ সাজাও গো
◆◆জিজ্ঞাস করি তোমার কাছে
◆◆মানুষ হয়ে তালাশ করলে
◆◆আমি বাংলা মায়ের ছেলে 

বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৬টি গানের বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো- আফতাব সংগীত, গণ সংগীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে এবং দোলমেলা। সম্প্রতি সিলেট জেলা মিলনায়তনে তাঁর রচনাসমগ্র (অমনিবাস) এর মোড়ক উন্মোচিত হয়েছে।

২০০১ সালে তাঁকে তার স্বীকৃতি স্বরূপ একুশে পদক প্রদান করা হয়। এছাড়া ২০০৪ সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা, ২০০৫ সালে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, ২০০৬ সালে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ জাতিসংঘ সম্মাননা, ২০০৬ সালে অভিমত সম্মাননা, ২০০৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মাননা, ২০০৮ সালে খান বাহাদুর এহিয়া এস্টেট সম্মাননাসহ দেশ-বিদেশে অসংখ্য সংবর্ধনা দেয়া হয় তাঁকে।

আজকের এই দিনে প্রয়াত বাংলা বাউল গানের কিংবদন্তী শাহ আব্দুল করিমের ৯৭তম জন্মদিন। এমন দিনে তাঁকে আমরা শ্রদ্ধার ভরে স্মরণ করছি।
তথ্য সূত্রঃ 

http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9_%E0%A6%86%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE শাহ আব্দুল করিম উইকিপিডিয়া 
http://www.prothom-aloblog.com/posts/76/137686 শাহ আব্দুল করিমঃ জীবন ও কর্ম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন