শনিবার, ১৩ আগস্ট, ২০১১

এভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না



চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনির..মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোখা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবাইকে ছেড়ে না ফেরার দুনিয়ায় চলে গেলেন তারাএভাবে চলে যাওয়াটা কি মেনে নেয়া যায়? কোনভাবেই না..এভাবে আর কত?

নিজেদের ক্ষেত্রে সফলতার সর্বোচ্চটুকু দেখিয়েছেন এ মানুষগুলোএ মানুষগুলো.নিজ নিজ ক্ষেত্রে কাজের মাধ্যমে দেশের নাম ছড়িয়ে দিয়েছেন দেশের বাইরেআরো কত কিছুই না দেবার বাকি ছিলো আমাদের এ দেশটাকে। আমরা হারালাম অনেক কিছুই, সত্যিই অনেক কিছুনা ফেরার দেশে গিয়ে এ মানুষগুলো আমাদের অনেক কিছু থেকেই বঞ্চিত করলো। তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।

এ দায় কার? প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আমরা হারাচ্ছি অনেকগুলো মানুষকে
এসবের কি কোন প্রতিকার নেই? কে দেবে এর জবাব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন