আজ শুক্রবার। বাংলা শ্রাবণ মাসের ২১ তারিখ। আষাঢ়-শ্রাবন দুই মাস বর্ষাকাল। এই বছর বর্ষাকাল প্রায় শেষের পথে কিন্তু কাঙ্খিত বৃষ্টি নেই এই বছর। তারপরে ও বর্ষা আমাদের প্রাণের ঋতু। এই বর্ষায় আমাদের প্রানে জাগে স্বস্তির সঞ্চার।
মেঘলা আবহাওয়ায় দিনের শুরু আর সারা দিনের বৃষ্টিতে দিনটা ভালোই কাটল। তাও আবার ছিল ছুটির দিন। আর অবশেষে প্রচণ্ড খরতাপ আর ভ্যাপসা গরম শেষে নগরে কিছুটা স্বস্তি পাওয়া গেল। খাঁ খাঁ রোদ আর প্রচণ্ড গরমে দীর্ঘদিন অতিষ্ঠ থাকার পর আজকের বৃষ্টি খানিকটা হলেও মানুষের মনে স্বস্তি এনেছে। আজকের বৃষ্টিতে স্নাত হল রাজধানী, আমিও খানিকটা স্নাত হয়েছিলাম।
আর এই স্বস্তির বৃষ্টিতে কিছুটা অস্বস্থিও লেগেছে। বৃষ্টি হলেই রাজধানীতে বেড়ে যায় মশার উৎপাত। এছাড়া বৃষ্টি এলেই ভেসে যায় নগরীর নিম্নাঞ্চল। দূরগন্ধ আর ড্রেনের পচা পানি পেরিয়ে যেতে হয় গন্তব্যে। পচা পানি ডিঙ্গানুর একমাত্র বাহন রিক্সা। এই সুযোগে রিক্সা চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করে। এতো বিড়ম্বনার পরেও তারপরেও নগর জীবন থেমে থাকেনা। চলতে থাকে অবিরাম ধারায়।
বৃষ্টি হলেই মনে পড়ে যায় ছোটবেলার কথা। আর শুরু হয় সেই মনের এলোমেলো ভাব। অপেক্ষা করে বসেছিলাম এইরকম ভাবটা আসার জন্যে। রীতিমত উপভোগ করেছি এটা। সারা দিনের বৃষ্টিতে পুরা ভাবটাই ছিল পাঙ্খা পাঙ্খা। আমার একটা সমস্যা যখনই মনের মধ্যে পাঙ্খা ভাব চলে আসে তখনই ইচ্ছে করে হারিয়ে যেতে। যাক আজকে আর হারালাম না .....;) ;)
আর বর্ষা কাল মানেই কদম ফুলের ছড়াছড়ি। কদমকে বাদ দিয়ে বর্ষার কথা চিন্তাই করা যায় না। তাই আমিও আপনাদের বাদ দিলাম না। সবাইকে বৃষ্টিস্নাত কদম ফুলের শুভেচ্ছা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন