বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডের ইতিহাস:
প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস পালন করা হয়। ১৯১৯ সাল থেকে শুরু হয় এ দিবস। উদ্যোক্তা ছিলেন, বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ‘হলমার্ক কার্ডস’ এর প্রতিষ্ঠাতা জয়সি হল। তার এ ধারাবাহিকতায় ক্রমেই মানুষ আগস্ট মাসের প্রথম রবিবার পালন করে আসছিল ফ্রেন্ডশিপ ডে। এরপর যুক্তরাষ্ট্র কংগ্রেস ১৯৩৫ সালে আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসের প্রথম রবিবার ঘোষণা করলো ফ্রেন্ডশিপ ডে হিসেবে। তারপর থেকে এটি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। যা বর্তমানে আমাদের বাংলাদেশেও সবাই পালন করে। একজন বন্ধু শুভেচ্ছা জানায় অন্য বন্ধুকে। হেনরি এডামস বলেছিলেন, ‘বন্ধু কখনো তৈরি হয় না, জন্মায়।
বন্ধু’ একটি শব্দ। কত আপন এই বন্ধু!!! আমাদের জীবনে বন্ধুর আবির্ভাব যে কখন হয়; তা আমরাও টের পাই না। হয়ত সেই ছোটবেলায় পাড়ায় খেলতে খেলতে বন্ধুত্ব; নয়ত স্কুলে পড়তে গিয়ে বন্ধুত্ব। সেই যে শুরু তারপর দীর্ঘ হতে থাকে বন্ধুর তালিকা।
বন্ধু সম্পর্কে এরিস্টটল বলেছেন, ‘বন্ধু হচ্ছে- দুটি দেহের মধ্যে এক আত্মার বাস।
ইসাবেলা নরটন তার জীবদ্দশায় বলে গেছেন,বন্ধুর মধ্যে তুমি খুঁজে পাবে দ্বিতীয় জীবন।
বন্ধুহীন জীবন নাবিক বিহীন জাহাজের মতো। তাই মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে একজন ভালো বন্ধুর প্রয়োজন অনুভব করে। কারণ, একজন প্রকৃত বন্ধু জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হয়। প্রকৃত বন্ধুই পারে আত্মার আত্মীয় হয়ে কিছুক্ষণের জন্য হলেও দুঃখ-কষ্টকে ভুলিয়ে রাখতে।
প্রাচীন প্রবাদে বন্ধুত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হতো, 'সম্পর্ক যখন জ্বরে পুড়ে তখন তার নাম হয় ভালবাসা, আর ভালবাসা যখন জ্বরে পুড়ে তার নাম হয় বন্ধুত্ব।
রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেছেন, 'দুটি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব।'
এমারসন বলেছেন, 'প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।'
নিটসে বলেছেন, 'বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো,
সে একটি গুপ্তধন পেলো।'
আমার সব বন্ধুদের জানাই বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সব বন্ধুদের জন্য একটা গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন