স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসে। এগুলো আমাদের কল্পনা হতে পারে, অথবা আমাদের অবচেতন মনের কথাও হতে পারে। সাধারনতঃ আমরা অনেক স্বপ্ন দেখি। তবে সবগুলো মনে থাকে না।
এবার আমার স্বপ্নে আসা যাক,
“আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।”
এই গানই আমার এখন নিত্য সঙ্গি। আমি আসলে বেশি স্বপ্ন দেখি না, কিন্তু আশা করি একটু বেশি। যদিও আমার আশা খুব কমই পূর্ণ হয়েছে এই বয়সে। আমি যা আশা করি আমার ঠিক উল্টোটাই হয়। তাই এখন আমি আশা করি কম, স্বপ্ন দেখার চেষ্টা করি বেশি। আর আমি যেসব স্বপ্ন দেখি সেগুলো বাস্তবে রূপ দিতে গেলে আমাকে আলাদীনের চেরাগ পেতে হবে অথবা স্পাইডারম্যান বা সুপারম্যান হতে হবে। আর তাই আমার স্বপ্ন এখনো স্বপ্নই থেকে গেল। আর এই স্বপ্ন এবং আশা, দুই জিনিসকে নিয়ে আমি এখন দিশেহারা। কোনটা বাদ দিয়ে কোনটা করব কিছুই বুঝতে পারছিনা। তারপরেও আমি একটু একটু স্বপ্ন দেখে যাই,
“খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”
এখন আমি আশা বাদ দিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। আর তাতেও শুরু হল ব্যাঘাত। একটু স্বপ্ন দেখার পর হঠাৎ ঘুম ভেঙ্গে যায়, ঠিক আমার বাস্তবের মত। বাস্তবেও আমি যা আশা করি বা স্বপ্ন দেখি, সব কিছু হয়ে যায় হয়ে যায় করে আর হয় না। মজার ব্যাপার হল, আমার স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিতে শুরু করেছি......... ;)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন