বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

ভালোবাসার এই দিনে


কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন।
বন্ধু তুমি, ফিরে এসো ... স্বপ্ন ছোঁয়ার, বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বন্ধু আমি একলা বসে, আশা-নিরাশার বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
ও আকাশ কি আমারই মতন স্বপ্ন বেঁচেও স্বপ্নহীন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বন্ধু তুমি ফিরে এসো ... স্বপ্ন ছোঁয়ার বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ।


আজ ফাগুনের দ্বিতীয় দিন, ভালোবাসার দিন। ভালোবাসায়-ভালোবাসিতে মুখরিত ফাগুনের আগুন রাঙ্গানো মোহময় সরে হারিয়ে যাওয়ার দিন।  আজ বসন্তের রঙকে আরো রঙিন করে দিলো ভালোবাসা। বসন্তের দ্বিতীয় দিনের সব ফুলগুলোই ফুটছে ভালোবাসা উদযাপনের জন্য, কারণ আজ ভালোবাসা দিবস। পশ্চিমের সেন্ট ভ্যালেন্টাইনস ডের আদলেই বাংলাদেশে ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র বিস্তৃতি শুরু হয় ভালোবাসার এই দিনটি উদযাপন। যা আজ এক বিশাল উৎসবে রূপ নিয়েছে। এই দিনকে ঘিরে দেশ সাজে ভালোবাসার রঙে। জগতের সবকিছুকে পেছনে ফেলে মানুষ এখন ভালোবাসার পেছনের ছুটতে প্রস্তুত। তাইতো আজ ভালোবাসার দিনে আমরা মেতেছি উচ্ছ্বাসের জোয়ারে। 

তারপরেও জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফির লাভ কি? পৃথিবীতে কে কার…?! তবুও ভালোবাসার এই দিনে শুভেচ্ছা সবাইকে। প্রতিটি দিন হয়ে উঠুক ভালোবাসায় ভরপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন