শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

বিষন্ন দিন


অনেকদিন পর আজ আঝোরে কেঁদেছি। ভুলে গেছি কবে শেষ এভাবে ফুফিয়ে কেঁদেছিলাম। আমি মোটেও কাঁদতে চাইনি এভাবে। কিন্তু আমার আর সইছিলো না। আমি সাধারণ ভাবেই নরম প্রকৃতির মানুষ। তাই অল্পতেই মন খারাপ হয় অনেক।

গতকাল থেকেই ঝামেলা গুলো পিছু ছাড়ছে না। এমনি সেমিস্টার ফাইনাল চলছে। কুইজ, এসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশানের ভীড়ে নিজেকে হারিয়ে খুঁজছি। গতকাল ছিলও একটা প্রেজেন্টেশান এবং একটা ফাইনাল। ফাইনাল নিয়ে যত বেশী টেনশন ছিলও না, তার চেয়ে বেশী টেনশন ছিলও প্রজেক্ট, প্রেজেন্টেশান নিয়ে।  গ্রুপের একজনের দায়িত্বে ছিলও রিপোর্ট আউটপুট এবং স্লাইড বানানো। আমার পক্ষ থেকে যা করার আমি সব তাকে দিয়েছি। সে সব রেডি করছে। মাঝে মাঝে ফোনে খোঁজ নিচ্ছি। সে কাজ করছে। সব ঠিকঠাক মত হয়ে যাবে।