অনেকদিনের ইচ্ছে
ছিলও এরকম একটা জায়গা ঘুরে দেখার। সেখানে থাকার, সুন্দর কিছু সময় কাটানোর। খুব
অল্প সময়েই অপ্রত্যাশিত স্বপ্ন’টা ধরা দিলো জীবনে। এতোটা
আশা করিনি।
জায়গা’টা এতো সুন্দর যে খুব বেশী বলা কঠিন। সাজানো গোছানো সবুজ প্রকৃতির
সাথে মিলিয়ে জায়গা’টা। মৃদু শব্দে মিউজিক বাজে প্রতিনিয়ত।
হাটার সময়, খাবার সময়, সুইমিং করার সময় পর্যন্ত। খুবই নিরিবিলি, ছায়াঘেরা সবুজে
আবৃত। পাশে ছোট লেক-এর মত করা হয়েছে। ইচ্ছে করলে সেখানে বোটিংও করা যায়। সন্ধ্যা
হলেই চারদিকে লাইটিং। দেখতে অন্যরকম লাগে তখন জায়গাটা। অন্ধকারের সাথে মিলিয়ে ছোট
ছোট আলো জ্বলে পথে পথে। এরকম পথে হাটার অনুভূতি’টাও
অন্যরকম। খুবই রিলাক্সিং একটা জায়গা।
একান্তে নিজের সাথে, প্রকৃতির সাথে মিশে যাবার জন্য পারফেক্ট একটা জায়গা।