মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

পুনশ্চঃ



অনেকদিন পর একটা কিছু লিখতে বসেছি। তাও পরীক্ষার ঠিক আগের রাতে। এমনিও পরীক্ষা আসলে আমি উদাস হয়ে যাই। কেমন যেনও মন মরা লাগে নিজেকে। শুধু ঘুমাতে ইচ্ছে করে। সেই ফাঁকে মুভিও দেখা হয়। ঘুম, সিনেমা , একাকীত্ব ...এই জিনিস গুলো মনে হয় একে অপরের পরিপূরক। একটাকে ছাড়া আরেকটা চলতে চায়না। সেদিন ডিনারে বসে মুভিটা দেখা শুরু করেছিলাম। খুবই ইমোশনাল গল্প। বন্ধুত্বের গল্প গুলো সাধারণত এমনই হয়। সিনেমাটা দেখার পর মনে হল দুই বছর আগে কেনও দেখলাম না! সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমার অভিনীত সিনেমার কথা তেমন কিছু বলতে হয়না। অভিনয় দিয়েই তিনি মাতিয়ে রাখেন। সাথে রুপা গাংগুলির অভিনয়, চমৎকার মিশ্রণ।