আজকাল সব কিছুতে কেমন যেন একটা অবসাদ কাজ করে। মাথাটা কাজ করতে চায় না । অল্পতেই সব কিছু ঘোলাটে হয়ে যায়। হয়ত জীবন নিয়ে দিশেহারা হয়ে গেছি। তবে সেটা আনন্দে না, বেদনায়। কেমন জানি নিজেকে নিঃস্ব মনে হয়। কষ্টগুলো বার বার হানা দেয় স্মৃতির পাতায়। কখনো কখনো সমুদ্রের মত ঢেউ দিয়ে আরো বেশি হয়ে যায়। মানুষের জীবনে নাকি এমন কিছু সময়ই আসে। হয়ত আমারও তা-ই। তারপর ও মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজের কাছে নিজেকে অনেক বড় অচেনা মনে হয়। মনে হয়, পৃথিবীর সব কিছুই প্রবঞ্চনা। সব কিছু যেন উপহাস করছে। কষ্ট গুলো এমন, যে প্রকাশ করা
সুখ সামান্য সময়ের মনের প্রশান্তি.. যার অনুভবে আগামীর অনেকটা পথ চলা... স্মৃতি যা শুধু ভাবিয়ে শিহরণ জাগায়.... আর দুঃখ যা শুধু আপন থাকে
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১
রবিবার, ২০ নভেম্বর, ২০১১
অখন্ড অবসর
জীবনটা বড়ই ধীরগতি হয়ে গেছে। কোন ব্যস্ততাই আমাকে স্পর্শ করে না। কোন কিছুতেই কোন আকর্ষণ বোধ করি না। কেমন জানি উদাস উদাস মনে হয় সব সময়। হয়তোবা এটা উদাসীন হওয়ার ই সময় । জীবনের প্রতিটি পরতে পরতে এতগুলো ঘাত-প্রতিঘাত সয়ে গেছি নীরবে। প্রতিবাদ করিনি কখনো। আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি অনেক আগেই। এতদিন শুধুই খোঁজার চেষ্টা করেছি। এখন খোঁজাও বাদ দিয়েছি। তাই এখন আমার কোন কাজ নেই, শুধুই অখন্ড অবসর...........!
শনিবার, ১২ নভেম্বর, ২০১১
Childhood Memories
Childhood memories are some of our most precious memories. Every people have a childhood memories. It’s very important and enjoyable time for life. I was also enjoyed my childhood memories.
well, Oneday I went some palces by motorcycle with my uncle. It was noon, when the sun was exactly over my head. It was really hot, I was burning up at the time. Moreover, I’m hungry and I didn’t really mind about the food or drink in the side of street, but I
শনিবার, ৫ নভেম্বর, ২০১১
অপ্রত্যাশিত স্বপ্ন
আমি এক স্বপ্নকথক, চলেছি অজানার উদ্দেশ্যে। আমার কিছুই বলার নেই। তারপরেও, অনেক কিছুই বলতে ইচ্ছে করে। কিন্তু বলার সাহস পাই না। অসীম শূন্যতার মাঝে সামনের দিকে চলা একাকী এক নাবিক। আমার আমি'কে নিয়ে সামনে চলা,এক নিরন্তরের পথে! হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ, এখনো জীবনের উদ্দেশ্য খুঁজে পাইনি। বেঁচে আছি, বেঁচে থাকতে হয় বলে। আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন খূঁজে ফিরি। স্বপ্নেই খুঁজে বেড়াতাম নিজেকে। ঘুমহীন চোখে স্মৃতির রাজ্যে নিরন্তর অনেক ঘুরে বেড়িয়েছি । কখনো কখনো খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলেছি। গন্তব্যহীন পথে উদ্ভ্রান্ত পথিকের মতই আপাতত ঘুরপাক খাচ্ছি!
এক সময় নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মাঝে গা ভাসিেয় দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমি মিথ্যে স্বপ্নের পাহাড়ে দাঁড়িয়ে আছি। জীবনের এই মুহূর্তে এসে হিসেব করে দেখলাম, পাওয়ার চেয়ে না পাওয়াই বেশি। আশারা তাচ্ছিল্যভরে তাকিয়ে থাকে, আর নিরাশাও মুখ ফিরিয়ে নেয় চরম নির্মমতায়। আশা পূরণের আনন্দে আপ্লুত হয়ে উচ্ছ্বসিত কথোপকথনকে আজ আমার বাতুলতা মনে হয়। মনে হয় আশা শুধুই বৃথা। সব মিলিয়ে জীবন যেন দিন দিন মরুভূমি হয়ে যাচ্ছে। চারিদিকে ধূলো বালি,তপ্ত,উত্তপ্ত, তৃষার্ত। এই আমি খুঁজে বেড়াই সামান্য মেঘ, সামান্য বৃষ্টি। আমি আজ হতাশ,আমি আজ ক্লান্ত।
জীবনটা মনে হয় এরকম-ই...
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ॥
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)