জীবনটা বড়ই ধীরগতি হয়ে গেছে। কোন ব্যস্ততাই আমাকে স্পর্শ করে না। কোন কিছুতেই কোন আকর্ষণ বোধ করি না। কেমন জানি উদাস উদাস মনে হয় সব সময়। হয়তোবা এটা উদাসীন হওয়ার ই সময় । জীবনের প্রতিটি পরতে পরতে এতগুলো ঘাত-প্রতিঘাত সয়ে গেছি নীরবে। প্রতিবাদ করিনি কখনো। আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি অনেক আগেই। এতদিন শুধুই খোঁজার চেষ্টা করেছি। এখন খোঁজাও বাদ দিয়েছি। তাই এখন আমার কোন কাজ নেই, শুধুই অখন্ড অবসর...........!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন