বুধবার, ২৫ জুলাই, ২০১২

ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময় চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়......



নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ আমাদের মাঝে আর নেই। বিষয়টা চিন্তা করতেই কেমন জানি লাগে! যে কোন মৃত্যু সংবাদ আমি সহজভাবে নিতে পারি না। যখনই নিজেকে ঐ মৃত মানুষটার জায়গায় চিন্তা করি তাহলে খুব অসহায় লাগে!! সব মানুষ মারা গেলেই একটা নিউজ হয়। কারো জন্য আহাজারি কম হয়, কারো জন্য বেশী- তফাৎ এটাই!