গতককাল বিকেল থেকেই
শরীর খারাপ লাগছিলো। বুঝতে পারছিলাম যে রাতে সমস্যা হতে পারে। ঠিক তাই হল! সারা
রাত খুব অস্বস্তিতে ছিলাম। একদম ঘুম হয়নি। এই সমস্যাটা আমার উপর মাঝে মাঝে ঝেঁকে
বসে, তাও আবার শুধু মাত্র রাতের বেলায়। তারপর যা যা হবার, তা তা যথানিয়মে হয়ে
চলছিলো। আমিও বেচারা সব কিছু সহ্য করে গেলাম। মাঝে মাঝে এই রকম বিপদে পড়লে খুব
ভালো করে অনুধাবন করতে পারি, মা কাছে না থাকলে কতটা অসহায় আমি এবং সেটা আমার জন্য
কতটা যন্ত্রণাদায়ক। এছাড়া মাঝে মাঝে টুকটাক অসুস্থ হলে বুঝতে পারি, মানুষের মৃত্যু
যন্ত্রণা কতটা কঠিন। তখন মনে হয়, বেঁচে থাকাটা সত্যিই অনেক সহজ কিন্তু শেষ হয়ে
যাওয়া অনেক কষ্টের! তারপরও মনে হয় শেষ হয়ে গেলে হয়ত এই যাত্রায় বেঁচে যেতে
পারতাম!!
সুখ সামান্য সময়ের মনের প্রশান্তি.. যার অনুভবে আগামীর অনেকটা পথ চলা... স্মৃতি যা শুধু ভাবিয়ে শিহরণ জাগায়.... আর দুঃখ যা শুধু আপন থাকে