গতককাল বিকেল থেকেই
শরীর খারাপ লাগছিলো। বুঝতে পারছিলাম যে রাতে সমস্যা হতে পারে। ঠিক তাই হল! সারা
রাত খুব অস্বস্তিতে ছিলাম। একদম ঘুম হয়নি। এই সমস্যাটা আমার উপর মাঝে মাঝে ঝেঁকে
বসে, তাও আবার শুধু মাত্র রাতের বেলায়। তারপর যা যা হবার, তা তা যথানিয়মে হয়ে
চলছিলো। আমিও বেচারা সব কিছু সহ্য করে গেলাম। মাঝে মাঝে এই রকম বিপদে পড়লে খুব
ভালো করে অনুধাবন করতে পারি, মা কাছে না থাকলে কতটা অসহায় আমি এবং সেটা আমার জন্য
কতটা যন্ত্রণাদায়ক। এছাড়া মাঝে মাঝে টুকটাক অসুস্থ হলে বুঝতে পারি, মানুষের মৃত্যু
যন্ত্রণা কতটা কঠিন। তখন মনে হয়, বেঁচে থাকাটা সত্যিই অনেক সহজ কিন্তু শেষ হয়ে
যাওয়া অনেক কষ্টের! তারপরও মনে হয় শেষ হয়ে গেলে হয়ত এই যাত্রায় বেঁচে যেতে
পারতাম!!
ইদানিং মাথাটাও ঠিক
মত কাজ করছে না। কোন কিছুই তেমন মনে থাকে না। এই সমস্যাটা মোটামুটি বছরখানেকের!
এছাড়া কনব সমস্যা হলে কি করবো বা কি করা উচিত কিছুই বুঝতে পারি না। মনে হচ্ছে আমি
ক্রমেই নিস্প্রভ হয়ে যাচ্ছি! হাতে মনে হয় খুব বেশী সময় নেই আর।
অসুস্থ হয়ে বিছানায়
শুয়ে থাকলে আরও বিচিত্র এবং অদ্ভুত অনুভুতির সৃষ্টি হয়। তখনকার অনুভূতি গুলোকে খুব
জ্যান্ত এবং সত্যিকার মনে হয়। আজকে মনে হয় এই পর্যন্তই,আর পারছি না আমি। বলতে গেলে
একেবারেই না পেরে কি-বোর্ড হাতে নিয়েছি। এমনি অনেকদিন কিছু লিখি না। আমার খুব
খারাপ লাগছে। আজকে আসি তবে। আম্মাকে খুব মনে পড়ছে। সবাই আমার জন্য এবং আমার মায়ের
জন্য দোয়া করবেন। শুভেচ্ছা সবাইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন