সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

অদ্ভুত কিছু ব্যাপার!



কিছু কিছু ব্যাপার আছে যা শুনলেই খারাপ লাগে বা শরীর শিউরে উঠে। যেমন- কোন ভালো মানুষকে কেউ অপমান করলে, কষ্ট দিলে বা তাঁর কোন ক্ষতি করলে। এগুলো আমার একদম ভালো লাগে না। অথচ দেখা যায়, এই ভালো মানুষগুলোকেই সবচেয়ে বেশি যন্ত্রণা পোহাতে হয়। পথ চলতে গেলেই তাঁদের সমস্যা। আজকে সকাল থেকেই বাসায়। হরতালের জন্য ক্লাস নেই। খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকলাম আর ফোনে একটা খারাপ খবর শুনলাম। শুনেই মনটা খুব বিক্ষিপ্ত এবং খারাপ হয়ে গেলো। তিনি তাঁর এক স্বজনকে দেখতে হাসপাতাল যাচ্ছেন। এরই মধ্যে তাঁর পকেট চিন্তাই করে সব টাকা নিয়ে গেলো।

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

ভালোবাসার এই দিনে


কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন।
বন্ধু তুমি, ফিরে এসো ... স্বপ্ন ছোঁয়ার, বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বন্ধু আমি একলা বসে, আশা-নিরাশার বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
ও আকাশ কি আমারই মতন স্বপ্ন বেঁচেও স্বপ্নহীন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বন্ধু তুমি ফিরে এসো ... স্বপ্ন ছোঁয়ার বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ।