বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

ক্ষুদ্র উদ্যোগ, বৃহৎ প্রয়াস এবং একটি স্বপ্নের শুরুঃ


প্রতিবারের মত এবারও আমরা দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। উজার করে দেয়ার চেষ্টা করেছি আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু। পারিপার্শ্বিক অবস্থা এবং সময়ের স্বল্পতার জন্য আমরা এই বার কাজ করতে পারিনি। এতে আমাদের নিজেদেরই খুব খারাপ লেগেছে। প্রতিবারের মত এবারও আমাদের ইচ্ছে ছিলও খুব ভালোভাবে দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু সার্বিক পরিস্থিতি অনুকুলে না থাকায় আমরা তেমনটা করার সুযোগ পাইনি। তারপরেও আমরা থেমে থাকিনি। চেষ্টা করে গিয়েছি খুব ক্ষুদ্র করে হলেও কিছু করার। আমাদের ইচ্ছে ছিলও প্রবল। আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত আমরা সে কাজটা করতে পেরেছি। সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি। যারা আমাদের এই চেষ্টাকে সফল করতে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা আমাদের অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতামেঘ না চাইতেই যেমন অনেক সময় বৃষ্টি হয়... ঠিক তেমনি সহযোগিতা চাওয়ার আগেই আমরা এই সহযোগিতাটা পেয়েছি। এই সহযোগিতা আমাদের কতটা আনন্দ দিয়েছে সেটা আমরা বলে বুঝাতে পারবো না। সবশেষে ধন্যবাদ সেই সব বন্ধুদের যারা আমাদের পাশে থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করেছেন।


শীত বস্ত্র বিতরণের স্থান সমুহঃ  
আমাদের সহযোগিতা পাঠানো হয়েছে... লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর গ্রাম সহ পাশের  দু’তিনটা গ্রামে (বাছাইকৃত পরিবার)। এছাড়াও আমরা দিয়েছি... ঢাকার শান্তিনগরে। যেখানে অনেক ভ্যানওয়ালারা থাকেন। যেসব ভ্যানওয়ালাদের রাত্রি যাপন খোলা আকাশের নিচে! তারা তাদের একমাত্র অবলম্বনকে ঘিরেই বেঁচে আছেন তাই আমরা মনে করেছি তারা সহযোগিতা পাবার যোগ্য।
এছাড়াও আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এফ-১৩ ব্যাচের বন্ধুরা মিলেও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেখান থেকে আমরা পুরানো ঢাকার লক্ষ্মীবাজারের ঋষিপাড়া, নরসিংহ আখড়া এওং ওয়ারীর দাস পাড়ায় শীত বস্ত্র বিতরণ করেছি। প্রতিবারের মত এবারও আমরা কিছু অবশিষ্ট বস্ত্র রেখে দিয়েছি, যেটা আমরা রাস্তার পাশের ছিন্নমূল মানুষদের মাঝে দিয়েছিযাদের নির্দিষ্ট কোন বাড়ি নেই...যাদের নেই কোন পরমাত্মীয়, নেই তেমন কোন শীতের উষ্ণ কাপড়।

শীত বস্ত্র বিতরণ শেষে, তাদের চোখে মুখে আনন্দের আভাটুকু আমাদেরও অনেক আনন্দ দেয়। ছোট্ট এক টুকরো ভালোবাসা হাতে পেয়ে তারা মনে হয় আকাশের চাঁদ পেয়ে যায়! যা দেখে আমাদের ভালোবাসা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। যেটা আমাদের কাজের প্রয়াসকে এগিয়ে যেতে আরও সাহায্য করে। এছাড়াও আমরা কথা বলেছি সেখানকার কিছু মানুষের সাথে। তারা আমাদের এই কাজে খুব খুশি। তারা আশা করেন সব সময় আমরা তাদের পাশে থাকি। ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করবো দুস্থ গরীব মানুষের পাশে থাকার। এটা আমাদের জন্য অনেক আনন্দের।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন