অনেকদিন
পর রাতে
চাঁদের আলোয়
ছাদে হাটছি। যেদিকে
তাকাই সেদিকে
শুধু বিল্ডিং
গুলো আবছা
দেখা যায়। দুয়েক'টা বাসার
দুয়েক'টা
জানালায় লাইটের
আলো এবং
মোমবাতির আলো
মিটিমিটি জলছে। বাকি
সব অন্ধকার!
অন্ধকারে চাঁদের
আলো'টা
বেশ উপভোগ্য
লাগছে...অন্ধকারটাও
এখন ভালো
লাগছে! অনেকদিন
পরে মোমবাতির
আলোয় অনেক
কাজ করেছি। এই
প্রথম স্টুডেন্ট
পড়ালাম মোমবাতির
আলোয়।
ছোটবেলার কথা
মনে পড়ছিলো!
রেডিও শুনছি
অনেকদিন পরে। কলেজে
পড়ার সময়
রেডিও তে
ঘন্টার পর
ঘন্টা সময়
কাটিয়েছি।
রাত জেগে
রেডিও শুনেছি। ইদানিং
সময় কাটানোর
এতো অপশন
যে রেডিও
শুনা ভুলে
গিয়েছিলাম।
আজ আবার
ফিরে পেলাম
সেই সব
হারানো দিন। শুধু
অন্ধকারের কল্যানেই এসব সম্ভব হয়েছে...
আহা অন্ধকার!
ভালোবাসি অন্ধকার!