শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

ভালো লাগার বিদ্যুৎ বিভ্রাট

অনেকদিন পর রাতে চাঁদের আলোয় ছাদে হাটছি যেদিকে তাকাই সেদিকে শুধু বিল্ডিং গুলো আবছা দেখা যায় দুয়েক'টা বাসার দুয়েক'টা জানালায় লাইটের আলো এবং মোমবাতির আলো মিটিমিটি জলছে বাকি সব অন্ধকার! অন্ধকারে চাঁদের আলো'টা বেশ উপভোগ্য লাগছে...অন্ধকারটাও এখন ভালো লাগছে! অনেকদিন পরে মোমবাতির আলোয় অনেক কাজ করেছি এই প্রথম স্টুডেন্ট পড়ালাম মোমবাতির আলোয় ছোটবেলার কথা মনে পড়ছিলো! রেডিও শুনছি অনেকদিন পরে কলেজে পড়ার সময় রেডিও তে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি রাত জেগে রেডিও শুনেছি ইদানিং সময় কাটানোর এতো অপশন যে রেডিও শুনা ভুলে গিয়েছিলাম আজ আবার ফিরে পেলাম সেই সব হারানো দিন শুধু অন্ধকারের কল্যানেই এসব সম্ভব হয়েছে... আহা অন্ধকার! ভালোবাসি অন্ধকার!


'যখন নিঝুম রাতে সব কিছু চুপ
 নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে জেগে রই
সারা নিশি!
একি অপরূপ সুন্দর তার, স্বপ্নের
বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি মিছে
মগ্ন প্রভাতে ,
দেখি ভীষণ অন্ধকার মাঝে
আলো- ছায়ায় তার নুপূর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত'
~রি-কল

জাতীয় গ্রীডে বিদ্যুৎ সমস্যার কারণে সারাদেশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে একসাথে। সকালে বাসা থেকে বের হয়েছিলাম বিদ্যুৎ দেখে। পরে মতিঝিল গিয়েছিলাম কাজে। বিদ্যুতের অপেক্ষায় সারাদিন বসেছিলাম সেখানে। তখনো বুঝতে পারিনি যে সারা দেশে একযোগে বিদ্যুৎ সমস্যা হয়েছে। বাসায় ফেরার পথে অনেকেই ফোন করে, টেক্সট করে জানতে চাইছে আমাদের বাসায় বিদ্যুৎ আছে কিনা। তখন বুঝতে পারছিলাম যে কোথাও কোন সমস্যা হয়েছিলো। তারপরে বাসার ফিরে মোমবাতির আলোতে টুকটাক কাজ শেষ করে রাতের কিছুটা সময় ছাদে কাটিয়েছিলাম। চাঁদ’কে সঙ্গী করে ছাদে খুব ভালো সময় কেটেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন