অসাধারণ একটি বই। নব্বই বছর বয়সী এক যুবকের আত্মকাহিনী নিয়ে রচিত বইটি। তার নব্বইতম জন্মদিনকে ঘিরে সমস্ত কাহিনীতে উঠে এসেছে তার সারা জীবনের অনেক স্মৃতিকথা। তার নিষঙ্গ জীবনের কথা। সারা জীবনে সে সত্যিকার ভাবে সে কাউকে ভালোবাসতে পারেনি। তাই তার নব্বইতম জন্মদিনে তার ইচ্ছে হয়েছিলো উঠতি বয়সী কুমারী’কে ভালোবাসার। তার এই প্রবল ইচ্ছাই তাঁকে তার ভালোবাসার কাছে নিয়ে গিয়েছিলো। খুব আগ্রহের সাথে বইটি পড়ে শেষ করলাম। খুব ভালো লেগেছে।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস’কে আমি জানতাম না। মার্কেস মারা যাবার
পরই তাঁকে জানলাম। তার নিঃসঙ্গতার একশো
বছর এবং আমার স্মৃতির বিষাদ গণিকারা এই দুটো বই পড়ে শেষ করেছি। অসাধারণ তার লিখা।
যত পড়ছি তত মুগ্ধ হচ্ছি এবং তার ভক্ত হয়ে উঠছি।