মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

আমার স্মৃতির বিষাদ গণিকারা



অসাধারণ একটি বই। নব্বই বছর বয়সী এক যুবকের আত্মকাহিনী নিয়ে রচিত বইটি। তার নব্বইতম জন্মদিনকে ঘিরে সমস্ত কাহিনীতে উঠে এসেছে তার সারা জীবনের অনেক স্মৃতিকথা।  তার নিষঙ্গ জীবনের কথা। সারা জীবনে সে সত্যিকার ভাবে সে কাউকে ভালোবাসতে পারেনি। তাই তার নব্বইতম জন্মদিনে তার ইচ্ছে হয়েছিলো উঠতি বয়সী কুমারী’কে ভালোবাসার।  তার এই প্রবল ইচ্ছাই তাঁকে তার ভালোবাসার কাছে নিয়ে গিয়েছিলো। খুব আগ্রহের সাথে বইটি পড়ে শেষ করলাম। খুব ভালো লেগেছে। 

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস’কে আমি জানতাম না। মার্কেস মারা যাবার পরই তাঁকে জানলাম।  তার নিঃসঙ্গতার একশো বছর এবং আমার স্মৃতির বিষাদ গণিকারা এই দুটো বই পড়ে শেষ করেছি। অসাধারণ তার লিখা। যত পড়ছি তত মুগ্ধ হচ্ছি এবং তার ভক্ত হয়ে উঠছি।

শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

রিয়েল লাইফ জোক্স

নতুন বছর শুরু হয়ে গেলো। কিছু একটা লিখবো করেও লিখতে পারছিলাম না। অবসর সময় কাটাচ্ছি যদিও। ভার্সিটিও বন্ধ। ঘুরাঘুরি, গান শুনা, বই পড়া, মুভি দেখে সময় পার করছি। হরতাল অবরোধে বাসায় বসে থাকতেও বিরক্ত লাগে।  তাই মাঝে মাঝে বের হয়ে যাই। এদিক ওদিক ঘুরাঘুরি করি। ঘুরাঘুরির মাঝেই শান্তি পাই। মাথায় তেমন কোন চিন্তা কাজ করেনা। নতুন নতুন অনেক কিছু দেখা যায়। পুরনো জিনিস গুলোও খারাপ লাগে না।  যাই হোক, এবার শুরু করলাম রিয়েল লাইফ জোক্স দিয়ে।

এক ভদ্র লোক অফিস শেষে বাসায় ফিরবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে একটা বাসে মাথা গোজার ঠাই  করলেন।  বাস ভর্তি মানুষ। কোন রকমে উঠেই মহিলা আসনের সামনে দাঁড়ালেন। ভদ্র লোকের একটা বদঅভ্যাস তিনি খুব নড়াছড়া করেন। এক জায়গায় স্থির থাকতে পারেন না।