শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

রিয়েল লাইফ জোক্স

নতুন বছর শুরু হয়ে গেলো। কিছু একটা লিখবো করেও লিখতে পারছিলাম না। অবসর সময় কাটাচ্ছি যদিও। ভার্সিটিও বন্ধ। ঘুরাঘুরি, গান শুনা, বই পড়া, মুভি দেখে সময় পার করছি। হরতাল অবরোধে বাসায় বসে থাকতেও বিরক্ত লাগে।  তাই মাঝে মাঝে বের হয়ে যাই। এদিক ওদিক ঘুরাঘুরি করি। ঘুরাঘুরির মাঝেই শান্তি পাই। মাথায় তেমন কোন চিন্তা কাজ করেনা। নতুন নতুন অনেক কিছু দেখা যায়। পুরনো জিনিস গুলোও খারাপ লাগে না।  যাই হোক, এবার শুরু করলাম রিয়েল লাইফ জোক্স দিয়ে।

এক ভদ্র লোক অফিস শেষে বাসায় ফিরবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে একটা বাসে মাথা গোজার ঠাই  করলেন।  বাস ভর্তি মানুষ। কোন রকমে উঠেই মহিলা আসনের সামনে দাঁড়ালেন। ভদ্র লোকের একটা বদঅভ্যাস তিনি খুব নড়াছড়া করেন। এক জায়গায় স্থির থাকতে পারেন না। 
হঠাৎ করে ভদ্র লোকের হাঁচির উদ্রেক হল। ভীড়ের মধ্যে হাত মুখে নেবার আগেই হাঁচি চলে আসলো। হাঁচি দেয়ার সময় অনেক’টা পাশের সিটে বসা ভদ্র মহিলার উপর ঝুকেই দিলেন। মহিলা বিরক্ত হয়ে তাকালেন, কিছু বললেন না। কিছুক্ষন পর আবার ভদ্র লোকের হাচির উদ্রেক। হাত মুখে নেয়ার আগেই আবার হাঁচি বের হয়ে গেলো।  ভদ্র মহিলা এবার খুব বিরক্ত হয়ে বললেনঃ হাঁচি দেয়ার সময় মুখে হাত দিতে হয়, জানেন না?! ভদ্র লোক বললেনঃ সরি আপা, হাঁচি’তে  কিন্তু এইডস হয় না। আশেপাশে থাকা লোকজন হেসে দিলেন। :D

বিঃদ্রঃ ইহা কিন্তু জোক্স নয়, বাস্তব সত্য!
পাবলিক বাসে হাঁচি কাশি যথাযথ নিয়ম মেনে না দিলে খুব বিরক্ত লাগে। সরি বলার আগেই সচেতন হয়ে থাকা উত্তম।

শুভেচ্ছা সবাইকে। নতুন বছরের প্রতিটি দিন শুভ হোক। শুভ কামনা...   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন