সোমবার, ২ মার্চ, ২০১৫

A Day at the Dhaka Zoo, Mirpur


আজকে খুবই চমকার এবং ব্যস্ততম একটা দিন কাটালাম। চমকার হচ্ছে এজন্য যে, সকাল থেকে দুপুর পর্যন্ত Dhaka Ahsania Mission (মহিলা মিশন) এর অধীনে থাকা কিছু এতিম বাচ্চাদের সাথে ঘুরাঘুরি, ছবি তোলা, খাওয়া দাওয়া এবং আনন্দময় কিছু সময় কাটানো। এই প্রথম অনেক এতিম বাচ্চাদের খুব কাছে যাবার সুযোগ হল।  খুব ভালো লেগেছে। এতিম বাচ্চাদের দিকে তাকালে অনেক খারাপ লাগে। তারা কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কে তাদের দেখাশুনা করছে, কার সাথে তারা তাদের কষ্ট, ভালোলাগা, মন্দলাগা শেয়ার করছে... কিভাবে একেকটা দিন পার করছে, নানা রকম ভাবনা মাথায় ঘুরে!