সোমবার, ২ মার্চ, ২০১৫

A Day at the Dhaka Zoo, Mirpur


আজকে খুবই চমকার এবং ব্যস্ততম একটা দিন কাটালাম। চমকার হচ্ছে এজন্য যে, সকাল থেকে দুপুর পর্যন্ত Dhaka Ahsania Mission (মহিলা মিশন) এর অধীনে থাকা কিছু এতিম বাচ্চাদের সাথে ঘুরাঘুরি, ছবি তোলা, খাওয়া দাওয়া এবং আনন্দময় কিছু সময় কাটানো। এই প্রথম অনেক এতিম বাচ্চাদের খুব কাছে যাবার সুযোগ হল।  খুব ভালো লেগেছে। এতিম বাচ্চাদের দিকে তাকালে অনেক খারাপ লাগে। তারা কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কে তাদের দেখাশুনা করছে, কার সাথে তারা তাদের কষ্ট, ভালোলাগা, মন্দলাগা শেয়ার করছে... কিভাবে একেকটা দিন পার করছে, নানা রকম ভাবনা মাথায় ঘুরে!
 তাদের অবস্থা, ব্যবস্থা দেখে আমার নিজের হোস্টেল জীবনের কথা মনে পড়ছিলো।  যদিও তাদের অবস্থা এবং আমার অবস্থার কিছু পার্থক্য আছে। মাঝে মাঝে নিজেকে তাদের সাথে মিলিয়ে চিন্তা করতেই চোখ ভিজে উঠে। বাবা-মা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা সত্যি কষ্টকর।  সেটা একমাত্র তাদের দিকে তাকালেই বুঝা যায়। তাদেরকে আজ ঢাকা চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে।  আমিও তাদের সঙ্গী হয়েছি। তাদের অনেকের মত এটাই আমার প্রথম ঢাকা চিড়িয়াখানায় যাওয়া। তবে খুব কাছ থেকে তাদেরকে দেখলাম, মিশলাম তাদের সাথে। কিছু ভালো লাগা, ভালোবাসা নিয়ে শেষতক ফিরে আসলাম।  সময়ের স্বল্পতা থাকায় তাদের সাথে বসে লাঞ্চ করা হয়নি।

আর  ব্যস্ততম হচ্ছে যে, ক্লাস, এসাইনমেন্ট, পরীক্ষার চাপে পিষ্ট হয়ে যাচ্ছি। এতদিন হরতালে কোন ক্লাস, পরীক্ষা কিছুই হতনা (শুক্রবার এবং শনিবার বাদে)। এখন হঠা ক্লাস শুরু হয়েছে। তাই প্রেশারটা একটু ভালোই যাচ্ছে। 

 সবকিছুর জন্য আসফাক চাচাকে অনেক ধন্যবাদ। তিনি ইনভাইট না করলে হয়ত এই সুযোগটা পেতাম না। আর সাথে সীমান্ত ভাইকে এবং আহসানিয়া মিশন টিম’কেও ধন্যবাদ। শুভেচ্ছা... 

Few memorable moments with 70 orphan girls. How little it takes to make them happy. Your little contribution can make a world difference to them. Nothing is too small.- Ashfaq uncle says


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন