অনেকদিনের ইচ্ছে
ছিলও এরকম একটা জায়গা ঘুরে দেখার। সেখানে থাকার, সুন্দর কিছু সময় কাটানোর। খুব
অল্প সময়েই অপ্রত্যাশিত স্বপ্ন’টা ধরা দিলো জীবনে। এতোটা
আশা করিনি।
জায়গা’টা এতো সুন্দর যে খুব বেশী বলা কঠিন। সাজানো গোছানো সবুজ প্রকৃতির
সাথে মিলিয়ে জায়গা’টা। মৃদু শব্দে মিউজিক বাজে প্রতিনিয়ত।
হাটার সময়, খাবার সময়, সুইমিং করার সময় পর্যন্ত। খুবই নিরিবিলি, ছায়াঘেরা সবুজে
আবৃত। পাশে ছোট লেক-এর মত করা হয়েছে। ইচ্ছে করলে সেখানে বোটিংও করা যায়। সন্ধ্যা
হলেই চারদিকে লাইটিং। দেখতে অন্যরকম লাগে তখন জায়গাটা। অন্ধকারের সাথে মিলিয়ে ছোট
ছোট আলো জ্বলে পথে পথে। এরকম পথে হাটার অনুভূতি’টাও
অন্যরকম। খুবই রিলাক্সিং একটা জায়গা।
একান্তে নিজের সাথে, প্রকৃতির সাথে মিশে যাবার জন্য পারফেক্ট একটা জায়গা।
আমি সেখানে
নিজের মত করে সময় কাটানোর চেষ্টা করেছি। বই পড়েছি, গান শুনেছি, সুইমিং করেছি,
প্রকৃতিকে কাছ থেকে দেখেছি। অনুভূতি অসাধারণ। সেখান থেকে ফিরতে ইচ্ছে করছিলো না।
কিন্তু ফিরতে যে আমাকে হবেই। তাই ফিরে এসেছি সেই পুরোনো জায়গা’টায়। যেখানে আমি থাকতে চাই না, আবার চাই ও। আসলে জায়গাটা এমন যে না
পারি থাকতে, না পারি ছাড়তে। দোটানা অবস্থা। অদ্ভুত, আজব একটা জায়গা...
লোকেশানঃ DuSai
Resort & Spa, MouloviBazar, Sylhet.
ঢাকা থেকে
যাওয়ার সময় মৌলভীবাজার শহরের ৬/৭ কিঃমিঃ পুর্বে, শ্রীমঙ্গলের পরে।
সিলেট শহর থেকে যেতে হলে,
মৌলভীবাজার শহরের ৬/৭ কিঃমিঃ পরে, শ্রীমঙ্গলের আগে।
এত সুন্দর একটা জায়গা! আমারতো দেখেই যেতে ইচ্ছে করছে। কিভাবে কার সাথে যোগাযোগ করতে হয়? থাকার ব্যবস্থা কি রকম? খরচ কেমন পড়ে?
উত্তরমুছুনএটা একটা রিসোর্ট। মৌলভীবাজারে পড়েছে DuSai Resort। খরচ মোটামুটি ভালোই। বেশ গুছানো, পরিচ্ছন্ন একটা জায়গা। ভালো লাগার মত একটা প্লেস।
উত্তরমুছুন