শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Online Home Schooling | Brave Men Campaign | সাহসীদের খেরোখাতা | COVID-19


বেশ অনেকদিন হলো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্বাস্থ্যবিধি মেনে ছেলেমেয়েরা বাড়িতেই আছে। কিন্তু কী নিয়ে সময় কাটাবে তা নিয়ে ওরা দিশেহারা। তাদেরকে ব্যস্ত রাখতে আর একই সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অনলাইন ভিত্তিক হোম স্কুলিং পদ্ধতিটি দারুণ এক মাধ্যম। কিন্তু এই হোম স্কুলিং এর পরিধী কত বড় হতে পারে? সন্তানের মেধাবিকাশের পাশাপাশি মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতেও কী অনলাইন ভিত্তিক কোনো মাধ্যম সহায়ক হতে পারে?